Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাংক থেকে ৮.৬ কোটি টাকা লুট করেছে ৫ ছাত্র

প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে ৮.৬ কোটি টাকা ব্যাংক ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়েছে পাঁচ ইঞ্জিনিয়ারিং ছাত্র। অভিযোগ, ভুয়া মোবাইল ওয়ালেট ব্যবহার করে এক নাগাড়ে চার মাস ধরে এই অর্থ সরানো হয়েছে। গোয়েন্দাদের দাবি, প্রযুক্তির ফাঁক কাজে লাগিয়ে মুর্শিদাবাদের এক বেসরকারি ব্যাংক থেকে টাকা সরিয়েছে ওই ৫ শিক্ষার্থী। গত ডিসেম্বরে নিজেদের ওয়ালেট ট্র্যানজ্যাকশন পরিষেবা চালু করে ওই ব্যাংক। কিন্তু গোটা প্রক্রিয়ায় যে এক বড়সড় গলদ রয়ে গিয়েছে তা বুঝতে পারেনি কর্তৃপক্ষ। ওই পদ্ধতিতে যদি কোনো গ্রাহক নিজের ওয়ালেট থেকে অন্য কোনো ওয়ালেটে টাকা ট্রান্সফার করতে চান এবং সেই সময় গ্রহীতার ইন্টারনেট কানেকশন কোনো কারণে অফ থাকে, তাহলে দাতা গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা ব্যয় হবে না। তার বদলে ওই টাকা ব্যাংক দেবে। গোয়েন্দাদের মতে, প্রযুক্তির এই ফাঁক কাজে লাগিয়েই মোটা টাকা সরাতে সক্ষম হয় আটক ছাত্ররা।

ঘটনায় এই পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, ডাকাত দলের পা-া ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। অভিযুক্তদের বয়েস এবং প্রেক্ষাপট খতিয়ে দেখে উদ্বিগ্ন প্রশাসন। তবে সীমান্ত সংলগ্ন মুর্শিদাবাদ জেলায় এই ব্যাংক ডাকাতির জন্য কীভাবে ওই ছাত্রদের কাছে কয়েক হাজার প্রি-অ্যাক্টিভেটেড সিম কার্ড পৌঁছাল, তাই নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, সরলমতি গ্রামবাসীদের ওইসব সিম কার্ড ব্যবহার করে ওই ব্যাংকে অ্যাকাউন্ট ও ই-ওয়ালেট খোলার জন্য লোভ দেখায় প্রতারকরা। গ্রাহকদের বিশেষ নগদ পুরস্কারের টোপও দেওয়া হয়।

যুগ্ম সিপি (ক্রাইম) দেবাশিস বড়াল জানিয়েছেন, 'মুর্শিদাবাদে এক মোবাইল সার্ভিস প্রোভাইডারের ডিলার হবিবুর রহমানের সঙ্গে ধৃত জুয়েল রানার পরিচয় ছিল। হবিবুরের মারফতই সিম কার্ড সংগ্রহ করে ছাত্ররা।'

গত ২৩ ডিসেম্বর কলকাতা ওই বেসরকারি ব্যাংকের অফিসের কয়েকজন শীর্ষ আধিকারিক লালবাজারে অভিযোগ জানান, নতুন খোলা অ্যাকাউন্টগুলি থেকে মোবাইল ওয়ালেট পরিসেবার মাধ্যমে বহু টাকা তুলে নেওয়া হচ্ছে। তদন্তে জানা যায়, কলকাতা ও মুর্শিদাবাদে প্রায় ২০০০ নয়া অ্যাকাউন্ট খুলিয়েছে প্রতারকরা। ওই সমস্ত অ্যাকাউন্ট কাজে লাগিয়ে ১৮০০০-এর বেশি মোবাইল ওয়ালেট খোলা হয়েছে।

গোটা রহস্যের সমাধানে বেশ কিছু সময় লাগবে বলে গোয়েন্দারা জানিয়েছেন। আর্থিক প্রতারণার পাশাপাশি ট্রাই-এর বিধি-নিষেধ না মেনে অসংখ্য আনভেরিফায়েড সিম কার্ড ইস্যু করার অভিযোগে ভিন্ন অনুসন্ধান করা হবে বলেও জানা গিয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া। 

 

e¨vsK †_‡K 8.6 †KvwU UvKv jyU K‡i‡Q 5 QvÎ

BbwKjve †W¯‹

fvi‡Zi cwðge‡½ 8.6 †KvwU UvKv e¨vsK WvKvwZi Awf‡hv‡M †MÖßvi n‡q‡Q cvuP BwÄwbqvwis QvÎ| Awf‡hvM, fyqv †gvevBj Iqv‡jU e¨envi K‡i GK bvMv‡oPvi gvm a‡i GB A_© miv‡bv n‡q‡Q| †Mv‡q›`v‡`i `vwe, cÖhyw³i dvuK Kv‡R jvwM‡q gywk©`vev‡`i GK †emiKvwi e¨vsK †_‡K UvKv mwi‡q‡Q IB 5 wkÿv_©x| MZ wW‡m¤^‡i wb‡R‡`i Iqv‡jU Uª¨vbR¨vKkb cwi‡lev Pvjy K‡i IB e¨vsK| wKš‘ †MvUv cÖwµqvq †h GK eomoMj` i‡q wM‡q‡Q Zv eyS‡Z cv‡iwb KZ©…cÿ| IB c×wZ‡Z hw` †Kv‡bv MÖvnK wb‡Ri Iqv‡jU †_‡K Ab¨ †Kv‡bv Iqv‡j‡U UvKv UªvÝdvi Ki‡Z Pvb Ges †mB mgq MÖnxZvi B›Uvi‡bU Kv‡bKkb †Kv‡bv Kvi‡Y Ad _v‡K, Zvn‡j `vZv MÖvn‡Ki A¨vKvD›U †_‡K †Kv‡bv UvKv e¨q n‡e bv| Zvi e`‡j IB UvKv e¨vsK †`‡e| †Mv‡q›`v‡`i g‡Z, cÖhyw³i GB dvuK Kv‡R jvwM‡qB †gvUv UvKv miv‡Z mÿg nq AvUK QvÎiv|

NUbvq GB ch©šÍ †gvU 9 Rb‡K †Mªßvi K‡i‡Q cywjk| Rvbv †M‡Q, WvKvZ `‡ji cvÐv BwÄwbqvwis‡qi QvÎ| Awfhy³‡`i e‡qm Ges †cÖÿvcU LwZ‡q †`‡L DwØMœ cÖkvmb| Z‡e mxgvšÍ msjMœ gywk©`vev` †Rjvq GB e¨vsK WvKvwZi Rb¨ Kxfv‡e IB Qv·`i Kv‡Q K‡qK nvRvi wcÖ-A¨vw±‡f‡UW wmg KvW© †cuŠQvj, ZvB wb‡q cÖkœ D‡V‡Q| Rvbv wM‡q‡Q, mijgwZ MÖvgevmx‡`i IBme wmg KvW© e¨envi K‡i IB e¨vs‡K A¨vKvD›U I B-Iqv‡jU †Lvjvi Rb¨ †jvf †`Lvq cÖZviKiv| MÖvnK‡`i we‡kl bM` cyi¯‹v‡ii †UvcI †`Iqv nq|

hyM¥ wmwc (µvBg) †`evwkm eovj Rvwb‡q‡Qb, 'gywk©`vev‡` GK †gvevBj mvwf©m †cÖvfvBWv‡ii wWjvi nweeyi ingv‡bi m‡½ a…Z Ry‡qj ivbvi cwiPq wQj| nweey‡ii gvidZB wmg KvW© msMÖn K‡i QvÎiv|'

MZ 23 wW‡m¤^i KjKvZv IB †emiKvwi e¨vs‡Ki Awd‡mi K‡qKRb kxl© AvwaKvwiK jvjevRv‡i Awf‡hvM Rvbvb, bZyb †Lvjv A¨vKvD›U¸wj †_‡K †gvevBj Iqv‡jU cwi‡mevi gva¨‡g eû UvKv Zy‡j †bIqv n‡”Q| Z`‡šÍ Rvbv hvq, KjKvZv I gywk©`vev‡` cÖvq 2000 bqv A¨vKvD›U Lywj‡q‡Q cÖZviKiv| IB mg¯Í A¨vKvD›U Kv‡R jvwM‡q 18000-Gi †ewk †gvevBj Iqv‡jU †Lvjv n‡q‡Q|

†MvUv in‡m¨i mgvav‡b †ek wKQy mgq jvM‡e e‡j †Mv‡q›`viv Rvwb‡q‡Qb| Avw_©K cÖZviYvi cvkvcvwk UªvB-Gi wewa-wb‡la bv †g‡b AmsL¨ Avb‡fwidv‡qW wmg KvW© Bmy¨ Kivi Awf‡hv‡M wfbœ AbymÜvb Kiv n‡e e‡jI Rvbv wM‡q‡Q| m~Î : UvBgm Ae BwÛqv|



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংক থেকে ৮.৬ কোটি টাকা লুট করেছে ৫ ছাত্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ