Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেতাকর্মীদের মুক্ত করে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আদালত থেকে ফেরার পথে আটকে পড়া নেতাকর্মীদের মুক্ত করেই বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল (বুধবার) দুপুরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের হাইকোর্টে পুলিশ আটকে রাখলে পৌনে ২ টার সময় বিএনপি প্রধান গেইটের সামনে অবস্থান নিয়ে তাদের মুক্ত করার পর বাসায় ফিরে যান। জানা যায়, পুরান ঢাকার বকশীবাজারের বিশেষ আদালত থেকে রওয়ানা করার সময় সকাল থেকে হাইকোর্টের ভেতরে অবস্থানরত দলটির কয়েকশ’ নেতাকর্মীকে পুলিশ আটকে দেয়। ভেতরে অবস্থানরত নেতাকর্মীরা যাতে রাস্তায় বের হয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে -এ জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাইকোর্টের গেটে তালা মেরে দেয়। হাইকোর্ট্ররে ভেতরে দলের নেতাকর্মীরা আটকা পড়েছেন এ সংবাদ পেয়ে আদালত থেকে ফেরার পথে মাজার গেটের সামনে এসে অবস্থান নেন খালেদা জিয়া। এ সময় নেতাকর্মীদের জন্য প্রায় ১২ মিনিট তিনি সেখানে গাড়িতে অবস্থান করেন। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর বাঁধার মুখেই এক পর্যায়ে গেট দিয়ে রাস্তায় বেরিয়ে আসেন নেতাকর্মীরা। এসময় মাজার গেইট থেকে হাইকোর্টের সামনে কদম ফোয়ারা পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি নেতাকর্মীদের গতিরোধ করার চেষ্টা করে। তবে এ সময় কোনো হতাহত বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া নেতাকর্মীদের প্রতিরোধের মুখে আইন-শৃঙ্খলা বাহিনী খালেদা জিয়ার গাড়ি বহর সামনে অগ্রসর হতে সহযোগিতা করেন। এর আগে বকশীবাজারের আদালত থেকে বেরিয়ে দলের নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে এক ঘণ্টায় কাকরাইল মোড়ে পৌঁছান বেগম জিয়া। দলের নেতাকর্মীরা খালেদা জিয়া গাড়ি বহরের সঙ্গে রূপসী বাংলা হোটেল পর্যন্ত অগ্রসর হন। পরে নেতাকর্মীদেরকে বিদায় জানিয়ে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওয়ানা দেন সাবেক এ প্রধানমন্ত্রী। এদিকে সকালে খালেদা জিয়ার জন্য অপেক্ষমান নেতাকর্মীদের মধ্যে ২৫ জনকে শাহবাগ থানা পুলিশ আটক করেছে। তাদেরকে অন্য মামলায় গ্রেফতার দেখানো হতে পারে বলে থানা সূত্রে জানা গেছে।



 

Show all comments
  • কাওসার আহমেদ ২১ ডিসেম্বর, ২০১৭, ৩:৪৬ এএম says : 0
    নেতা হলে এমন নেতাই হতে হয়
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম চঞ্চল ২১ ডিসেম্বর, ২০১৭, ৯:২৪ এএম says : 0
    সাবাস নেত্রী
    Total Reply(0) Reply
  • Alauddin Polin ২১ ডিসেম্বর, ২০১৭, ৯:২৫ এএম says : 0
    Mother of Democracy
    Total Reply(0) Reply
  • Nazrul Islam Liton ২১ ডিসেম্বর, ২০১৭, ৯:২৭ এএম says : 0
    স্যালুট,,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ