Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠিয়েছেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

৩০ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উকিল নোটিশ পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ ব্যাপারে ৩০ দিনের মধ্যে ‘নিঃশর্ত ক্ষমা না চাইলে’ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায়ে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে নোটিশে। গতকাল (বুধবার) সকালে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান। গত ৭ ডিসেম্বর গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সম্পদের খবর নিয়ে কথা বলেন। এই পরিপ্রেক্ষিতে ৮ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব প্রধানমন্ত্রীকে ‘ক্ষমা প্রার্থনার’ আহ্বান জানান। অন্যত্থায় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও তিনি বলেন। এর ১১দিন পর খালেদা জিয়ার পক্ষ থেকে এই উকিল নোটিশ পাঠানো হলো। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এট-ল এএম মাহবুবউদ্দিন গত ১৯ ডিসেম্বর রেজিষ্টার্ড ডাকযোগে (উইথ এ/ডি) এবং কুরিয়ার সার্ভিস মাধ্যমে এই উকিল নোটিশটি পাঠিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। নোটিশটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রেসিডেন্ট এর কার্যালয়ের ঠিকানায় পাঠানো হয়। নোটিশের বক্তব্য বলা হয়েছে যে, ‘‘আপনি (প্রধানমন্ত্রী) বেগম খালেদা জিয়া এবং তার পুত্রদের সম্পর্কে যে অভিযোগ এনেছেন তা সাজানো বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও বিদ্বেষমূলক। বাংলাদেশে নির্দোষ ও পরিচ্ছন্ন ভাবমূর্তি সম্পন্ন সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে বেগম খালেদা জিয়ার সুনাম বিনষ্ট করার হীন উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আপনি এসব অভিযোগ এনেছেন।”
‘‘এই মানহানিরকর বিবৃতির কারণে অপূরণীয় লোকসান ও ক্ষতি হয়েছে যার জন্য আইনত আপনি (প্রধানমন্ত্রী) দায়ী। এই নোটিশের মাধ্যমে আমরা আপনাকে (প্রধানমন্ত্রী) বেগম খালেদা জিয়ার নিকট নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার আহবান জানাচ্ছি।
অ্যাডভোকেট খোকন তার নোটিশে বলেন, ‘‘এই ক্ষমা অত্র আইনি নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধে সকল জাতীয় দৈনিকের প্রথম পৃষ্ঠায়, ইলেক্ট্রনিক মিডিয়া, অনলাইন সংবাদপত্র এবং সামাজিক মাধ্যমের আউটলেটে যথাযথভাবে প্রকাশ ও প্রচার করার আহবান জানাচ্ছি। অন্যথায় আপনার (প্রধানমন্ত্রী) বিদ্বেষপূর্ণ, মানহানিকর এবং কপট ও কুটিল বিবৃতির কারণে আপনার বিরুদ্ধে ক্ষতিপুরণ আদায়ের নিমিত্তে ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের ওপরে নির্দেশ রয়েছে।”
খোকনের পাঠানো উকিল নোটিশে বলা হয়, বেগম খালেদা জিয়া ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আপনার (প্রধানমন্ত্রী) অপবাদমূলক দীর্ঘ বিবৃতি পরিকল্পিতভাবে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য এবং আপনার নিজের রাজনৈতিক সুবিধা লাভের হীন উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে। আপনার এই বেপরোয়া ও বিদ্বেষপূর্ণ কদুক্তি একাধারে পরনিন্দা, অপবাদ, গøানিপূর্ণ ও মানহানিকর যা বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ সুনাম সন্মান, সততা এবং মর্যাদাকে বিনষ্ট করার এবং দেশে ও বিদেশে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে খাটো করার হীন উদ্দেশ্যে করা হয়েছে। এই মানহানিকর বিবৃতির কারণে অপূরণীয় লোকসান ও ক্ষতি হয়েছে যার জন্য আইনত আপনি দায়ী।” উকিল নোটিশের খালেদা জিয়ার ঠিকানা দেয়া হয়েছে সড়ক নং-৮৬, বাড়ি নং ৬, গুলশান-২।
স¤প্রতি দেশের কয়েকটি সংবাদ মাধ্যমে বিদেশি একটি প্রতিবেদনের বরাত দিয়ে একটি খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়, বাংলাদেশে দুর্নীতিত মামলায় বিচারের মুখে থাকা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমান সম্পদ রয়েছে সোদি আরবে। গত ৭ ডিসেম্বর গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে বিএনপি নেত্রীর সম্পদের খবর নিয়ে কথা বলেন। একে ‘বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে বিএনপি মহাসচিব পরদিনই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন, এই মানহারিকর তথ্য প্রচারের জন্য ক্ষমা প্রার্থনা করুন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে আমরা বাধ্য হব। গতকাল নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী যেসব অভিযোগ করেছেন এর কোনো সত্যতা নেই, কোনো অস্তিত্বই নেই। আর যেসব সংবাদ মাধ্যমকে সোর্স (উৎস) হিসেবে সেই সংবাদে উল্লেখ করা হয়েছে সেসব সোর্সেরও কোন অস্তিত্ব নাই। সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে খালেদা জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। আজকে একটা নোটিশ দেয়া হয়েছে, তার কথাটি আমরা জানালাম।
সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মইন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপিকা সাহিদা রফিক, আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্ত্রীয় নেতা মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, প্রমূখ উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • সাকিব ২১ ডিসেম্বর, ২০১৭, ৩:৪১ এএম says : 0
    আশা করি ৩০ দিনের মধ্যে একটা ফলাফল আসবে
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ২১ ডিসেম্বর, ২০১৭, ১০:১৬ এএম says : 0
    বিষয়টা খুবই জটিল এর উপর কিছু লিখা খুবই বিপদ জনক কারন আইনি জটিলতা। তারপরও লিখার লোভ সামলানো বরই কঠিন। লিখা যখন পত্রিকার পাতায় মন্তব্য আকারে প্রকাশিত হয় তখন মনটা ভরে উঠে আনন্দে তাই লিখে যাই যা হবার হবে। আমাদের দেশের সংখ্যা গরিষ্ট লোক কম শিক্ষিত তারপর আবার যারা লেখা পড়া শিখে শিক্ষিত হবার কথা তারাও ডিগ্রী লাভ করে ঠিকই কিন্তু শিক্ষিত হন না। মুষ্টিমেয় কয়েকজন শীক্ষিত লোক আছে তারা আবার ডান্ডার ভয়ে কেহ চুপ আবার কেহ দল ভুক্ত হয়ে সেইভাবে কথা বলেন। এসব কারনেই আমাদের দেশে আইনের শাষনের অভাব; সততার অভাব; প্রকৃত কর্মীর অভাব; মানবতার অভাব; সত্য খবরের অভাব; প্রকৃত রাজনীতির আভাব মানে সবদিক দিয়ে এই দেশ বঞ্চিত। তানাহলে আজ যে বিষয় নিয়ে কথা বা কাঁদা ছোড়া ছুড়ি হচ্ছে এটা হবার কথা নয়। খালেদা জিয়ে অপরাধ করে থাকলে তার জন্য আইন রয়েছে কাজেই আইন কথা বলবে। আবার সংবাদ মাধ্যম রয়েছে তারা এর তদন্ত করতে পারে। এরপর অপরাধ প্রমান হলে খালেদা জিয়ার সাজা হবে এটাই প্রথা। কিন্তু আমরা কোন কিছু ঘটার সাথে সাথেই তার কোন প্রমান না নিয়ে কাওর ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে নিজের ফয়দা লুটতে থাকি এটা সঠিক নয়। এখানে দুই দল তাদের প্রধানকে যেভাবে পর্যাদস্ত করার প্রচেষ্টা নিয়েছে আমি মনে করি এটা সঠিক পথ নয়। এটাকি দেশের জন্য মঙ্গল বয়ে আনবে? নিশ্চয়ই নয় কারন এই দুই নেত্রীর উপর দুইটা দল নির্ভর করছে। আল্লাহ্‌ আমাদেরকে শিক্ষিত করে তুলুক। আমীন
    Total Reply(0) Reply
  • Humayun Kabir Palash ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:৩২ পিএম says : 0
    একজন মানুষের ভাবমূর্তির ওপর আঘাত হানলে তিনি আইনি ব্যবস্থা নিতেই পারেন। কারণ এটা তার অধিকার।
    Total Reply(0) Reply
  • Shahin Ahmed ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:৩৮ পিএম says : 0
    সত্য কি জানতে চাই।আমরা জনগন মুক্তি চাই মুক্তি চাই। ভালভাবে বাঁচতে চাই।সত্যিকারের বাংলা চাই আমাদের অধিকার চাই।দূনীতি মুক্ত দেশ চাই।সবার মাঝে সচেতনতা চাই। জেগে ওঠ বাঙালি ।
    Total Reply(0) Reply
  • Nazmul Haque ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:৪১ পিএম says : 0
    উচিৎ প্রতিবাদ। সহ্যের একটা সীমা থাকে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ