পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জি.এম. কাদের বলেছেন, তৃণমূল পর্যায়ে দলকে সু-সংগঠিত করার জন্য জাতীয় কাউন্সিলকে সফল করতে হবে। দুই দলের বিপক্ষে গণমানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। সুন্দর ও পরিচ্ছন্ন রাজনীতির ধারক বাহক জাতীয় পার্টিই হবে আগামী দিনে বাংলাদেশের মানুষের প্রাণের সংগঠন। তিনি গতকাল বনানী চেয়ারম্যানের কার্যালয়ে উপ-কমিটিসমূহের আহ্বায়ক ও সদস্য সচিবদের সভায় উপরোক্ত কথা বলেন। উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের যৌথসভায় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব দেওয়ান আলী, বাহাউদ্দিন বাবুল, মোঃ আরিফুর রহমান খান, নুরুল ইসলাম নুরু, সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক নাজমুল খান, কেন্দ্রীয় সদস্য হাফিজ উদ্দিন মাষ্টার প্রমুখ। জি.এম. কাদের বলেন, কাউন্সিলের মাধ্যমে দলের রাজনীতি ঠিক করা হবে, মানুষের আকাক্সক্ষার সাথে সংহতি রেখে কর্মসূচী প্রণয়ন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।