পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর বনানী এলাকার বেশ কয়েকটি আবাসিক হোটেলে তরুণীদের ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় অস্বস্তিতে পড়েছে পুলিশ প্রশাসন। এ অবস্থায় বনানী ও গুলশান এলাকার হোটেল কর্তৃপক্ষদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৈঠকে হোটেলকক্ষ ভাড়া দেওয়ার আগে বিবাহিত দম্পতির বিষয়ে নিশ্চিত হতে বলা হয়েছে। এছাড়া অবিবাহিত কাউকে ভাড়া দিতে হলে নাম-পরিচয় এবং সম্পর্ক নিশ্চিত হওয়ার নির্দেশনা দিয়েছে পুলিশ গতকাল। বনানী থানা সূত্রে জানা যায়, বিকেলে ডিএমপি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গুলশান বিভাগের ডিসি মোস্তাক আহমেদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সার্বিক নিরাপত্তায় এ বৈঠক অনুষ্ঠিত হলেও প্রধান আলোচনার বিষয় ছিল হোটেলগুলোতে তরুণীদের ডেকে নিয়ে ধর্ষণের ঘটনা। বৈঠকে বনানী ও গুলশান এলাকার প্রায় সব আবাসিক হোটেল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বিবাহিত দম্পতি ছাড়া হোটেলকক্ষ ভাড়া দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি নির্দেশনা দিয়েছেন ডিসি। অবিবাহিত কেউ কক্ষ ভাড়া করলে তাদের মধ্যে সম্পর্ক এবং বাধ্যতামূলকভাবে জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় নিশ্চিত হতে বলা হয়েছে।
এছাড়াও প্রতিটি হোটেলে বাধ্যতামূলকভাবে সিসি টিভি ক্যামেরা লাগিয়ে গতিবিধি লক্ষ্য রাখতে হবে। প্রবেশপথে থাকতে হবে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর।
এ বিষয়ে জানতে চাইলে বুধবার (২০ ডিসেম্বর) বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন বাংলানিউজকে জানান, ধর্ষণের ঘটনাসহ সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে হোটেল কর্তৃপক্ষকে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সবশেষ গত ১৩ ডিসেম্বর ধর্ষণের অভিযোগে সঙ্গীতশিল্পী আনুশেহ আনাদিলের ভাই কুশান ওমর সূফির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বনানী থানায় মামলা (নম্বর-১৪) দায়ের করেন এক তরুণী। মামলার এজাহারে তরুণী জানান, বিয়ের আলোচনার কথা বলে ওই তরুণীকে গত ২০ নভেম্বর হোটেলে নিয়ে ধর্ষণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।