Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কুবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাসে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি
কুবি সংবাদদাতা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহন বাসে হামলার ঘটনায় ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও হামলাকারী সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বেঁধে দেওয়া ৪৮ ঘন্টার সময়সীমা শেষ হলেও দৃশ্যমান কোন পদক্ষেপ না নেওয়ায় বুধবার দুপুরে ক্যাম্পাসের মূল ফটক আটকে মানববন্ধন কর্মসূচি পালন করে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বিশ্¦বিদ্যালয়ের কর্মচারী সমিতি, পরিবহন কর্মচারী ইউনিয়ন, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ। ধর্মঘটের ফলে দুপুর থেকে শিক্ষক, শিক্ষর্থী, কর্মকর্তা, কর্মচারীদের বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সাথে একাত্মতা জানিয়ে অংশ নেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তবা বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলায় একজনকে আটক করলেও পুলিশ প্রশাসন বিষয়টি দামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এসময় তারা পুলিশ প্রশাসনকে গুরুত্বের সাথে পেশাগত দায়িত্ব পালনের আহŸান জানান। দোষী ব্যক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এ পরিবহন ধর্মঘট চলবে বলে মানববন্ধনে ঘোষণা দেন কর্মচারীরা।
জানা যায়, গত ১৭ তারিখ বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী একটি বাস দৌলতপুর নামক স্থানে পৌছালে এসময় মোটরসাইকেল আরোহী স্থানীয় সন্ত্রাসী শান্ত (৩০) ও জালাল (২৬) বিশ্ববিদ্যালয়ের বাস চালক সুমন চন্দ্র দাসকে পিটিয়ে গুরতর আহত করে। এ সময় অন্য বাসের চালক ও হেলপাররা এগিয়ে আসলে রাকিব (২৫), আমিনুল ইসলাম (২৪), আরিফুল ইসলাম (২৪), ভান্ডারী (৪৫) স্থানীয় দোকানদারদের সহায়তায় তাদেরকেও পিটিয়ে আহত করে।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৬ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাতনামা ৩৫ জনকে আসামী করে গত ১৮ ডিসেম্বর কোতয়ালি থানায় একটি মামলা করে। এ ঘটনায় এখন পর্যন্ত ১জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মাদ কামাল উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করেছে। দোষীদের বিরুদ্ধে খুব দ্রæত ব্যবস্থান নেওয়া হচ্ছে বলে পুলিশের উর্ধতন কর্মকর্তারা আমাদের জানিয়েছেন।’
এ বিষয়ে কুমিল্লার কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া বলেন, ‘মামলা হয়েছে। আমরা অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ