Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত থেকে এসেছে রেল কোচের প্রথম চালান

প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

দামুড়হুদা উপজেলা সংবাদদাতা : ভারত থেকে আমদানি করা জাতীয় পতাকাবাহী লাল-সবুজ রেল কোচের প্রথম চালানে ২০টি কোচ গতকাল দুপুর ১টা ৫০ মিনিটে দর্শনা রেলপথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এর মধ্যে ৩টি পাওয়ার কার, ৬টি এসি চেয়ার, ৩টি স্লিপার কোচ এবং নন এসি ৮টি চেয়ার কোচ রয়েছে।
অত্যাধুনিক ও বিলাসবহুল কোচগুলো রেলওয়ের ব্রডগেজের জন্য তৈরি। সৈয়দপুর রেলওয়ে কারখানায় চেক আপের পর এগুলো পরীক্ষামূলকভাবে আন্তঃনগর ট্রেনের সাথে যুক্ত করা হবে। কোচগুলো দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে পৌঁছুলে এগুলো গ্রহণ করেন বাংলাদেশ রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পশ্চিমাঞ্চল) মোঃ ইফতিখার হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিভিশনাল ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার শেখ হাসানুজ্জামান, ডিসিও শিপিং রাশেদ ইবনে আকবর, এসিও শিপিং আরিফুজ্জামান শিকদার, দর্শনা কাস্টমস শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আবুল ইসলাম, কাসটমস সুপার মোস্তফা কামাল চৌধুরী, দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের এসএস মীর মোঃ লিয়াকত আলী, বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার রবিউল ইসলাম।
রেল সূত্র জানায়, এভাবে পর্যায়ক্রমে ভারত থেকে মোট ১২০টি কোচ আসবে ব্রডগেজের জন্য। আর মিটার গেজের একশটি কোচ আসবে ইন্দোনেশিয়া থেকে। ভারতের পাঞ্জাবের কাপুরথালা কারখানায় তৈরী হচ্ছে কোচগুলো। অস্ট্রিয়ান টেকনোলজিতে তৈরী বিলাসবহুল এই কোচগুলো লিঙ্ক হোপম্যান বুশ (এলএইচবি) ব্রান্ডের। ভারতের বিলাসবহুল সর্বোচ্চ গতি সম্পন্ন রাজধানী এক্সপ্রেস ও শতাব্দী এক্সপ্রেস ট্রেনে এই কোচগুলো ব্যবহার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত থেকে এসেছে রেল কোচের প্রথম চালান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ