Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দায়মুক্তি চেয়ে দুদকে মুসার আবেদন

প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা থেকে দায়মুক্তি চেয়েছেন আলোচিত-সমালোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের। দুদকের নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদকে দেয়া ৬ পৃষ্ঠার এক আবেদনপত্রে তিনি অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানান। আবেদনপত্রে তিনি সদ্য বিদায় নেয়া দুদক কমিশনারের নাম উল্লেখ না করে নতুন চেয়ারম্যানকে বলেন, ‘গভীর ষড়যন্ত্র করে পূর্ববর্তী ঊর্ধ্বতন কর্মকর্তা আমার নামে মামলা করেছেন’। আবেদনপত্রটি গতকাল (মঙ্গলবার) দুদক চেয়ারম্যানের দফতরে যায় বলে দুদকের সূত্র নিশ্চিত করে।
আবেদনে মুসা বলেন, আমি বাংলাদেশের প্রচলিত আইন অমান্য করে কোনো ধরনের অপরাধ সংঘটিত করিনি। এমনকি মানিলন্ডারিং ও ইনকাম ট্যাক্স ফাঁকির মতো কোনো ধরনের গর্হিত অপরাধ করিনি। আমার ৪৩ বছর ব্যবসা জীবনের সমস্ত অর্থনৈতিক কর্মকা- দেশের বাইরে সম্পন্ন করি বিদেশী রেসিডেন্ট হিসেবে। সুতরাং, বিদেশে পরিচালিত আমার অর্থনৈতিক কর্মকা- বাংলাদেশে কোনো আইনের আওতায় পড়ে না’।
সুইস ব্যাংকে ১২ বিলিয়ন ডলার বা ৯৩ হাজার কোটি টাকা আছে উল্লেখ করে আলোচনায় আসেন মুসা বিন শমসের। পরে এ অর্থের পক্ষে কাগজপত্র দেখাতে না পারায় গত ১০ মার্চ তার বিরুদ্ধে মামলা করেন দুদকের পরিচালক মীর মো: জয়নুল আবেদীন শিবলী। মামলায় উল্লেখ করা হয়, সুইস ব্যাংকে গচ্ছিত ১২ বিলিয়ন মার্কিন ডলার এবং সাভারে ১২০০ বিঘা জমির সমর্থনে কোনো রেকর্ডপত্র দাখিল করতে ব্যর্থ হওয়ায় এ মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দায়মুক্তি চেয়ে দুদকে মুসার আবেদন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ