পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
পঞ্চগড় জেলা সংবাদদাতা : পঞ্চগড়ের ভজনপুর বাজারের হোটেল রেস্তোরাঁয় পচাবাসি খাবার বিক্রি হচ্ছে আবাধে। দেখার কেউ নেই। এসব খেয়ে মানুষ পেটের পীড়াসহ নানা ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। জেলার তেঁতুলিয়া উপজেলার ব্যস্ততম বাজার ভজনপুরের প্রায় সব হোটেলে পচাবাসি, ভাত, মাছ, মাংস সবধরনের নাস্তা বাসি হলেও তা বিক্রি করে আসছে অসাধু মালিকরা। এছাড়াও হোটেল বয়দের শরীরের নানা রোগের প্রকোপ রয়েছে বলে অভিযোগ রয়েছে। এদিকে হোটেরে অভ্যন্তরে নোংরা ও ময়লাযুক্ত পরিবেশ রান্নার কাজ চলে অনায়াসে। যা চোখে দেখলে মানুষের হোটেলে খাবার প্রতি রুচি থাকবে না। এভাবেই চলছে হোটেলগুলো। মানুষ কাজ ও সময়ের অভাবের কারণে এসব খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে, বাসি খাবার, নোংরা পরিবেশ, বয়দের নোংরা হাত ও শরীর, থালাবাটি-গøাস অপরিষ্কার, রান্নাঘর অপরিছন্ন। এগুলো দেখার জন্য স্বাস্থ্য বিভাগ থাকলেও তারা কখনো এসব হোটেলে গেছে কিনা তা কারো জানা নেই। বছরের পর বছর এভাবেই চলছে। এ জন্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট চালানোর দাবি করেছে এলাকাবাসী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।