Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে বিনা খরচে ১২শ’ মামলা নিস্পত্তি

প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরে জেলা লিগ্যাল এইড কমিটি প্রতিষ্ঠার পর বিনা খরচে বিভিন্ন ধরনের প্রায় ১২শ’ মামলা নিস্পত্তি করা হয়েছে। অসহায় বিচার প্রার্থীদের খরচ ছাড়াই বিচারিক কার্যক্রম পরিচালনায় আইনী সহায়তা দেয়ার লক্ষ্য নিয়ে ১৯৯৪ সালে দেশের প্রতিটি জেলার মতো নাটোরেও জেলা ও দায়রা জজকে প্রধান করে জেলা লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়। এর পরে ২০০৯ সালে নাটোর জেলায় লিগ্যাল এইড এর অফিস স্থাপন ও ২০১৪ সালে অফিস পরিচালনায় স্টাফ নিয়োগ দেয়া হয়। বিনা খরচে মামলা পরিচালনায় আইনী সহায়তা পেতে জেলার মোট চার হাজার একশ’ ৪১টি আবেদনপত্র জমা পড়ে। এ্র মধ্যে গৃহীত হয় তিন হাজার চারশ’ ৭০টি ও বাতিল হয় তিনশ’ ৭০টি এবং অবশিষ্ট আবেদনপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। জেলা লিগ্যাল এইড কমিটি নিয়োজিত মোট ৫৪ জন আইন আইনজীবীর মাধ্যমে এ পর্যন্ত মোট এক হাজার একশ’ ৭৯টি মামলা নিস্পত্তি করা হয়েছে। এছাড়াও বিচারাধীন রয়েছে আরো দুই হাজার দুইশ’ ৯১টি মামলা। অসহায় বিচারপ্রার্থীদের লিগ্যাল এইড কমিটি নিয়োজিত আইনজীবীদের মনিটরিং করতে নিয়মিত ভাবে নাটোরের জেলা ও দায়রা জজের সভাপতিত্বে লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটোরে বিনা খরচে ১২শ’ মামলা নিস্পত্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ