Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসি ল্যান্ডকে হাইকোর্টে তলব

মোবাইল কোর্টে আইনজীবীর সাজা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দিনাজপুরের বীরগঞ্জে কক্ষে বসা নিয়ে বাগবিতন্ডার জের ধরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সিনিয়র এক আইনজীবীকে সাজা দেওয়ার ব্যাখ্যা দিতে সহকারী কমিশনার বিরোদা রানী রায়কে তলব করেছেন হাইকোর্ট। গতকাল রোববার জাতীয় দৈনিকের প্রকাশিত খবর আদালতের নজরে আনলে বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। আগামী ২৭ ডিসেম্বর তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
ওই দিন ভুক্তভোগী আইনজীবী নিরোদ বিহারী রায় ও লইয়ারস ক্লাব বাংলাদেশ ডটকমের সম্পাদক ড. বদরুল হাসান কচিকেও থাকতে বলেছে আদালত। বিরোদা রানী এখন কুড়িগ্রামের ভুড়ুঙ্গামারীতে কর্মরত আছেন। ঘটনার সময় তিনি দিনাজপুরের বীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ছিলেন। খবরটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির ও কাজী হেলাল উদ্দিন। পরে কাজী হেলাল বলেন, গত মঙ্গলবার সকালে একটি নামজারির মামলায় শুনানি করতে গেলে আইনজীবী নিরোদ বাহারী রায়কে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে এক দিনের করাদন্ড দেন রীরগঞ্জের সহকারী কমিশনার বিরোদা রানী।
নিরোদ বাহারী রায়কে সাজা দেয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। একইসঙ্গে আগামী ২৭ ডিসেম্বর এসি ল্যান্ডকে আদালতে হাজির হয়ে এ ঘটনার ব্যাখ্যা দিতে বলেছে। সহকারী কমিশনার বিরোদা রানী রায়কে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে এই আইনজীবী জানান।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মো. সাহেব আলী নামের এক ব্যক্তির একটি জমির খারিজ আবেদনের শুনানি ছিল গত মঙ্গলবার এসি ল্যান্ড অফিসে। মামলার শুনানিতে অংশগ্রহণের জন্য নিরোদ বিহারী যখন উপস্থিত হন তখন এসি ল্যান্ডের কক্ষে আরেকটি মামলার শুনানি চলছিল।ওই সময় নিরোদ বিহারী নিজের পরিচয় দিয়ে এসি ল্যান্ডের অনুমতিক্রমে ভেতরে প্রবেশ করে বসতে চান। তখন বিরোদা রানী রায় তাকে বাইরে যেতে বলেন। কিন্তু নিরোদ বিহারী নিজের পরিচয় দিয়ে বসার অনুমতি চান। তখন প্রতিপক্ষের আইনজীবী ওয়ারিস উল ইসলাম এসি ল্যান্ডকে বলেন, ম্যাডাম, আমরা আইনজীবীরা তো এভাবেই বসে থাকি।
এ কথা শুনে এসি ল্যান্ড বলেন, আপনি চুপ থাকুন। তাতে চুপ হয়ে যান ওয়ারিস উল ইসলাম।তখন সিনিয়র আইনজীবী নিরোদ বিহারী এসি ল্যান্ডকে এমন ব্যবহার করছেন কেন জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে তর্কতর্কির এক পর্যায়ে এসি ল্যান্ড নিজের ক্ষমতাবলে নিজ কক্ষকে ভ্রাম্যমাণ আদালত ঘোষণা করেন এবং দন্ডবিধির ১৮৬ ধারা অনুযায়ী আইনজীবীকে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে এক দিনের কারাদন্ডের রায় দেন।
সাজা দেয়ার সময় এসি ল্যান্ড তার বক্তব্যে আমি আমার ক্ষমতা দেখালাম, পারলে আপনি আপনার ক্ষমতা দেখান এমন উক্তি করেন বলে ভুক্তভোগী সিনিয়র আইনজীবীর অভিযোগ। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতি গত বৃহস্পতিবার থেকে দুই দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্টে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ