পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সিলেট অফিস : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ১৫ দিনের জন্য জামিন পেয়েছেন। গতকাল (মঙ্গলবার) দুপুরে উচ্চ আদালত থেকে প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় জামিন লাভ করেন তিনি। তবে কিবরিয়া হত্যার ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় জামিন না হওয়ায় এখনই কারামুক্ত হতে পারছেন না আরিফ। কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য এবং সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবদুর রকিব চৌধুরী জানান, আরিফুল হক চৌধুরী নিজে অসুস্থ, তার মাও অসুস্থ। নিজের এবং মায়ের চিকিৎসার জন্য মঙ্গলবার উচ্চ আদালতেই বিচারপতি সালমা মাসুদ ও বিচারপতি ইজহারুল হক আকনের সমন্বয়ে গঠিত বেঞ্চে জামিন আবেদন জানান তিনি। শুনানি শেষে আদালত ১৫ দিনের জামিন মঞ্জুর করেন। আবদুর রকিব চৌধুরী আরো জানান, আদালতে আরিফুল হক চৌধুরীর পক্ষে জামিন শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আবদুল হালিম কাফি। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। প্রসঙ্গত, ২০১৪ সালের ২১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের তৎকালীন মেয়র জি কে গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে কিবরিয়া হত্যা মামলার সংশোধিত সম্পূরক অভিযোগপত্র জমা দেন। পরদিন আরিফসহ অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে ওই বছরের ৩০ ডিসেম্বর আত্মসমর্পণ করেন আরিফ। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। এ ব্যাপারে মেয়র আরিফুল হকের আইনজীবী ব্যারিস্টার আবদুল হালিম কাফি বলেন, আমরা আশা করছি, বিস্ফোরক মামলায়ও তিনি জামিন লাভে সমর্থ হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।