Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেরুজালেমকে আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের রাজধানী ঘোষণার দাবিতে সারাদেশ ছিল বিক্ষোভে উত্তাল

ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে গর্জে উঠেছে তাওহীদি জনতা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী স্বীকৃতির ঘোষণার প্রতিবাদে এবং আন্তর্জাতিকভাবে জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণার দাবীতে গতকাল বাদ জুমআ রাজধানী ঢাকাসহ সারাদেশ ছিল বিক্ষোভে বিক্ষোভে মুখরিত। জুমআর নামায শেষে মসজিদের মুসল্লি ও তাওহিদী জনতা রাজপথে নেমে শ্লোগানে শ্লোগানে গর্জে উঠেছিলো। উল্লেখিত দাবীতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস গতকাল ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। জাতীয় ইমাম সমাজ মার্কিণ দূতাবাস ঘোরও কর্মসূচী পালন করেছে এছাড়া বিভিন্ন সংগঠন সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
রাজধানী বায়তুল মোকাররম উত্তর গেইটসহ দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, জেরুজালেম নিয়ে ট্রাম্পের ঘোষণা বাতিল করে জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করার ওআইসির ঘোষণা ট্রাম্পকে মেনে নিতে হবে। অন্যথায় জেরুজালেম হবে ইসরাইলের কবরস্থান। নেতৃবৃন্দ বলেন, যুক্তরাষ্ট্র ও ট্রাম্প এবং তারপদলেহীদের বিরুদ্ধে আর্ন্তজাতিক অবরোধ আরোপ এবং কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী মেনে নিতে ট্রাম্পকে বাধ্য করতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস
দেশব্যাপী বিক্ষোভ দিবসের কর্মসূচি অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিস রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করার ট্রাম্পের ঘোষণা বাতিল করতে হবে। আন্তর্জাতিকভাবে জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করতে হবে। বিক্ষোভ দিবসো কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী বায়তুল মোকাররম উত্তর গেইটে ঢাকা মহানগরীর বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দিয়ে অবৈধ ইসরাইল ও ইহুদীদের দালালে পরিণত হয়েছে। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ও মুসলমানরা ট্রাম্পের এ স্বীকৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুতরাং ট্রাম্পকে এ স্বীকৃতি বাতিল করতে হবে এবং মুসলমানদের প্রথম কেবলার স্থান জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করতে হবে। তিনি আরো বলেন, ট্রাম্প এ ঘোষনা বাতিল না করলে মুসলিম বিশ্ব যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে জেরুজালেম ইসরাইলের রাজধানী নয় কবরস্থানে পরিণত হবে। তিনি আরো বলেন, ট্রাম্প মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যুদ্ধের মোকাবেলায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে এবং আমেরিকার সকল পণ্য বর্জন করা সময়ের দাবী।
ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা এনামুল হক মূসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীনের পরিচালনায মিছিল পূর্ব সমাবেশে আরো উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা ফয়সাল আহমদ, ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী, মাওলানা আবু ইউসূফ মুহাম্মদ নাসির, সহ-সেক্রেটারী মাওলানা আনোয়ার হোসাইন রাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামালুদ্দীন ফারুকী ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, ঢাকা মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ সাদিক সালিম, দক্ষিণ সভাপতি মাহমুদুল হাসান প্রমূখ। মাওলানা সিরাজুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে সিলেট জেলা ও মহানগর, মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা, মাওলানা ইসমাঈল নূরপুরীর সভাপতিত্বে নরসিংদী জেলা, মুফতি হাবীবুর রহমানের সভাপতিত্বে মৌলভীবাজার জেলা, মাওলানা মুসা মোল্লার সভাপতিত্বে সুনামগঞ্জ জেলা, মাওলানা আনোয়ার আলীর সভাপতিত্বে হবিগঞ্জ জেলা, মাওলানা আব্দুল আজীজের সভাপতিত্বে বি-বাড়িয়া জেলাসহ বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল বের করে।
ইসলামী আন্দোলন
আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী ঘোষণার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল সারাদেশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে। বিক্ষোভ পূর্ব জমায়েতগুলোতে জেলা নেতৃবৃন্দ বলেন, মুসলমানদের প্রথম কেবলা জেরুজালেমকে ইসলাইলের রাজধানী করতে দেয়া হবে না। এজন্য মুসলমানদের যা করার দরকার তাই করতে হবে। এ ঘোষণায় বিশ্বব্যাপী উত্তপ্ত হয়ে উঠলেও জাতিসংঘ, ওআইসি, আরবলীগ নিরব ভুমিকা পালন করছে। তারা বলেন, মার্কিণকে বিশ্বব্যাপী অর্থনৈতিকভাবে বয়কট করতে হবে। মার্কিণ পণ্য বর্জন অব্যাহত রাখতে হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী ঘোষণার প্রতিবাদে সকল জেলা সদরেই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচী পালিত হয়েছে। যেসব জেলায় বিক্ষোভ হয়েছে তম্মধ্যে রয়েছে- নারায়ণগঞ্জ মহানগর, নরসিংদী, মাদারীপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শরীয়তপুর, শেরপুর, গাজীপুর, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম মহানগর, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, কুমিল্লা জেলা উত্তর, চাঁদপুর, ল²ীপুর, ফেনী, বি-বাড়ীয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, খুলনা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, রাজশাহী, জয়পুরহাট, বগুড়া, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাও, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠী, বরগুনা।
জাতীয় ইমাম সমাজ
জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে লালবাগ গৌর শহীদ মাজার চত্তরে আমেরিকান দূতাবাস ঘেরাও কর্মসূচি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা ক্বারী আবুল হোসাইন। সমাবেশে নেতৃবৃন্দ ট্রাম্পের প্রতি ঘৃণা, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, অনতিবিলম্বে ট্রাম্পের এ ঘোষণা প্রত্যাহার করে উত্তপ্ত মুসলিম বিশ্বকে শান্ত করতে হবে। ওআইসির ঘোষনা অনুযায়ী জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি দিতে হবে। তা না হলে জাতীয় ইমাম সমাজ বৃহত্তর ঐক্যের মাধ্যমে আমেরিকার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করবে।
সমাবেশে ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেন, মুসলিম দেশগুলোর জোট ওআইসি এবং ২০০ কোটি মুসলমানের দাবি মেনে পূর্ব জেরুজালেমকে অবশ্যই ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি দিতে হবে।
আমেরিকান দূতাবাস ঘেরাও কর্মসূচী পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, যুগ্মমহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসাইন আল-ফিরোজী, মহাসচিব মুফতী মিনহাজুদ্দিন, মাওলানা নুর উদ্দিন লাহুরী, মুফতী সাইফুল ইসলাম, মাওলানা জাফর আহমদ, মাওলানা আনোয়ারুল হক, মুফতী তাসলীম আহমদ, মুফতী রহমতুল্লাহ, মুফতী শামসুল হক, মাওলানা হামিদুল হক প্রমুখ। সমাবেশ শেষে জাতীয় ইমাম সমাজ নেতৃবৃন্দ বিশাল মিছিল নিয়ে আমেরিকা দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করলে পলাশী মোড়ে পুলিশ বেরিকেড দিয়ে বাধা প্রদান করে। এ সময় মাওলানা ক্বারী আবুল হোসাইন, মাওলানা বেলায়েত হোসাইন আল-ফিরোজী ও মুফতী মিনহাজুদ্দিন বারিধারায় আমেরিকান দূতাবাসে গিয়ে প্রতিবাদ লিপি জমা দেন।
খেলাফত মজলিস
খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক মুসলমানদের পবিত্র নগরী জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষনা বিশ্বমুসলিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। সারা দুনিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাপিয়ে পড়তে হবে। ওআইসি কর্তৃক জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী ঘোষনাকে আমরা স্বাগত জানাই। খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উত্তরা জোন আয়োজিত এক উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ সকাল সাড়ে ৮টায় উত্তরা কেসি কনভেনশন সেন্টারে মহানগরী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন আল্লামা শেখ আজিম উদ্দিন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংগঠনের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান, মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্মমহাসচিব শেখ গোলাম আসগর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আহদ আলী কাসেমী, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজিজুল হক প্রমুখ।
সম্মেলন শেষে মুসলমানদের পবিত্র স্থান জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে খেলাফত মজলিস ঢাকা মহানগরী মাখার উদ্যোগে উত্তরা কেসি কনভেনশন সেন্টারের সামনের সড়কে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের নেতৃত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা আবদুল মাজেদ আতহারী বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ অবৈধ ভাবে মুসলমানদের পবিত্র ভ‚মি আল কুদস শহরকে (জেরুসালেম) ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা করেছে। তিনি বলনে, অবিলম্বে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা বাতিল করে স্বাধীন ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করতে হবে। গতকাল সকাল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী স্বীকৃতির ঘোষণার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মুসা বিন ইজহারের সভাতিত্বে এতে আরো বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক মাওলানা দিলাওয়ার হুসাইন মাইজি, সাংগঠনিক সম্পাদক মুফতী গোলাম কিবরিয়া, মহানগর নেতা মুফতী শরিফুল হক আব্বাসী, আবু রায়হান, মুহিব্বুল হাসান।
সভাপতির বক্তব্যে মাওলানা মুসা বিন ইজহার বলেন, ফিলিস্তিন সঙ্কট ইস্যু কোনভাবে রাজনৈতিক বিষয় নয়। এটা অবশ্যই একটি ধর্মীয় ইস্যু। ধর্মীয় কারনেই ইহুদিবাদী সন্ত্রাসীরা পবিত্র আল কুদস শহরকে দখলের পায়তারা করছে। সুতরাং ইহুদিবাদী সন্ত্রাসীদের মোকাবেলায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে।
রাজশাহী ব্যুরো জানায়, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা নগরীর রেলগেট এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখা। ইসলামী আন্দোলন বাংলাদেশ’র রাজশাহী জেলা শাখার সভাপতি ফয়সাল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, মাহাম্মদ তারিফ উদ্দিন, মুহাম্মদ শফিকুল ইসলাম, মাওলানা বোরহান উদ্দিন, মুহাম্মদ হাসিবুর রহমান, মাওলানা হোসাইন আহম্মেদ, মাওলানা ফজলুল করিম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাজশাহী জেলা শাখার সভাপতি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মদ ফিরোজ আলম এবং বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মদ ইলিয়াস আলী প্রমূখ। সভাপতির বক্তব্যে ফয়সাল হোসেন মনির বলেন, আজকে সারা দুনিয়ায় মুসলমানরা নির্যাতিত ইসরাইল রাষ্ট্রের আত্ম প্রকাশের পর কেউ জেরুজালেমকে রাজধানী ঘোষণা করার মতো সাহস দেখায়নি। ইসলাম ও মানবতার শত্রু ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী ঘোষণা করায় সারাবিশ্বের মুসলমানদের প্রথম কেবলাকে অবমাননা করে এবং মুসলমানদের হৃদয়ে আগুনের দাবানলে জ্বালিয়ে দিয়েছে। সে জন্য মুসলিম বিশ্বের উচিৎ ইজরাইল ও মার্কিনীদের বিশ্ববাজারে যত পণ্য আছে তা ত্যাগ করে তাদের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে দেয়। বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট অফিস জানান, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী মার্কিন ঘোষণার প্রতিবাদে বিশ্ববাসীর মতো সিলেটেও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। গতকাল বাংলাদেশ জাতীয় পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট শাখা উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। জাতীয় পাটির উদ্যোগে এ সমাবেশে বক্তব্য প্রদান করেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় বিরোধীদলীয় হুইপ ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন এমপি বলেন, ইসলামের প্রথম কেবলা আল-আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের কোটি কোটি মুসলমানের প্রতি অশ্রদ্ধা জানিয়ে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করে পাগলের প্রলাপ বলছেন। সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি বাহার খন্দকারের সভাপতিত্বে ও সিলেট মহানগর জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদের পরিচালনায় আরোও বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোহাম্মদ মজির উদ্দিন চাকলাদার, আবুল হাসনাত, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ন-সাংগঠরিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, অর্থ সম্পাদক আনিসুজ্জামান পাবলু, যুগ্ম-দফতর সম্পাদক অপু রানা সেন নারায়ন, শহিদুর রহমান তাহের, রাজশাহী মহানগর জাপার সাংগঠনিক সম্পাদক সর্দার জুয়েল আহমদ, জেলা সেচ্ছাসেবক পার্টির সহ-সভাপতি কিউএম ফররুখ আহমদ, শ্রমিক পার্টির আহŸায়ক মুর্শেদ খান, সদস্য সচিব সামসুজ্জামান বাবুল, যুগ্ম- আহŸায়ক রফিক আহমদ, মহানগর শ্রমিক পার্টির আহŸায়ক বরকত আলী বুলু, সদস্য সচিব ইউসুফ শেলু, যুগ্ম- আহŸায়ক বাবুল মিয়া, জসিম আহমদ, মহিলা পার্টির সভানেত্রী নাহিদা আক্তার, সহ-সভানেত্রী রুনা আক্তার, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক খলকুর রহমান, বিয়ানীবাজার উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল খলিক লালু, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সফর উদ্দিন, কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট আব্দুর রহিম, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শাহান উদ্দিন নাজু, কানাইঘাট উপজেলা ছাত্র সমাজের সভাপতি আজাদ স্বাধীন, জকিগঞ্জ উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক এম. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্র সমাজের সভাপতি শফিউর রহমান, জকিগঞ্জ উপজেলা শ্রমিক পার্টির সভাপতি মুজিবুর রহমান, কানাইঘাট উপজেলা যুব সংহতির সদস্য সচিব কিবরিয়া আহমদ, রাজাগঞ্জ ইউনিয়ন জাপার সভাপতি মকলিছুর রহমান, ঝিংগাবাড়ী ইউনিয়ন জাপার সভাপতি আব্দুল কাদির প্রমুখ। অপরদিকে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুম’আ এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা ছামিউর রহমান মুছার পরিচালনায় সিলেট কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা রশিদ আহমদ, মাওলানা ফাহাদ আমান, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মুশফিকুর রহমান মামুন, প্রচার সম্পাদক হাফিজ রিয়াজ আল মামুন, অফিস সম্পাদক অধ্যক্ষ বদরুল আলম, মো: আব্দুল আজিজ, হাফিজ ফখরুল ইসলাম, মাওলানা আবুল কালাম, মো: মাহমুদ, হাফিজ নাঈম আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার সেক্রেটারী রশিদ মোস্তাক, মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাহাদী হাসান, জামেয়া শাখার সভাপতি নূর আহমদ সুমন, সেক্রেটারী ইকরামুল হক জুনেদ প্রমুখ।
চাঁদপুর জেলা সংবাদদাতা জানান, পূর্ব জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে হেফাজতে ইসলাম চাদঁপুর জেলা শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুসল্লীরা স্বতফূর্তভাবে বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায়ের পর শহরের পাঁচ রাস্তার মোড় শপথ চত্বরে একত্রিত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন, সিনিয়র সহসভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাও. এস এম আনওয়ারুল করীমসহ জেলা নেতৃবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, যুক্তরাষ্ট্র কর্তৃক ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাদ জু’ম্মা নামাজের পর শহরের প্রেসক্লাব প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের টিএ রোড এর আশিক প্লাজার গিয়ে সমাবেশ করে। সংগঠনের জেলা সাবেক সহ সভাপতি সৈয়দ আনোয়ার আহমদ’র সভাপতিত্বে ও ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদুল্লাহ›র পরিচালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন আইএবি’র জেলা উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, আইএবি›র জেলা সেক্রেটারি মোহাম্মদ ওবাইদুল হক, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মাহমূদুল হাসান হিফয্ প্রমুখ ।
ফেনী জেলা সংবাদদাতা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে ফেনী জেলা হেফাজতের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করার কারণে বিশ্বব্যাপি মুসলমানেরা তীব্র বিক্ষোভ প্রদর্শন করে। হেফাজতে ইসলাম ঘোষিত কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এ বিক্ষোভে অংশ নেন নেতাকর্মী, আলেম ওলামা ছাড়াও জেলার সাধারণ মানুষ। ফেনী জেলা হেফাজত সভাপতি মাও. আবুল কাশেমের সভাপতিত্বে মাও. ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাও. জালাল উদ্দীন ফারুকী,মুফতি রহিমুল্লাহ কাসেমী,মুফতি মনসুরুল হক,মুফতি ইলিয়াস, মাও. আবুল কাসেম,মাও. জাফর আহমদ চৌধুরী,মাও.মুহাম্মদ আলী মিল্লাত,মাও. নুরুল হুদা করিমপুরী ও মাও. আবদুল মান্নান প্রমুখ।
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, ফিলিস্তিনের জেরুজালেমকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক এক তরফা ভাবে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বাদ জুম্মা নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদ (বড় মসজিদ) প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদ সমাবেশ করে। হাফেজ মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে গাজী আব্দুর রহিমের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ্ব কারী আব্দুর রাকিব, মাওঃ আব্দুল বারী, মাওঃ এমদাদুল হক, হাফেজ আবুল কাশেম, মাওঃ আব্দুল হালিম, মাওঃ হোসাইন আহমেদ, হাফেজ আবু বক্কর, মুহাম্মদউল্লাহ নাঈম ও মাষ্টার রফিকুল ইসলাম প্রমূখ। পরে বিক্ষোভকারীরা ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেন।
চান্দিনা উপজেলা সংবাদদাতা জানান, বায়তুল মুকাদ্দাসকে (জেরুজালেম) ইহুদিবাদি ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ এবং মানববন্ধন করেছে রেজভীয়া দরগাহ শরীফের অঙ্গ সংগঠন, বাংলাদেশ রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশন, চান্দিনা (কুমিল্লা) উপজেলা শাখা। গতকাল শুক্রবার বাদ জুমা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাসষ্ট্যান্ডে মুফতী এম.এ মবিন আনোয়ারী রেজভীর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচী পালন করে। এময় বক্তব্য রাখেন, বাংলাদেশ রেজভীয়া তা’লিমুস সুন্নহ বোর্ড ফাউন্ডশনের কেন্দ্রীয় মহাসচিব, মুফতি কাজী ছিদ্দিকুর রহমান রেজভী, চান্দিনা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাও: কাজী হুমায়ন কবির আজাদী, আব্দুল হালিম রনি, রুবেল শাওন, নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক, সেলিম মিয়া, ছাত্র কল্যাণ সম্পাদক মো: হুমায়ুন কবির, মুয়াল্লিম মাওলানাআবু জাফর, মাও: ওয়ালি উল্লাহ, মাও: ইউসুফ, সমাজকল্যাণ সম্পাদক, মো: সোলমান, শরীফ,রিপন, দপ্তরসম্পাদক-সালাহ উদ্দিন, কাজী মনির, সদস্য আবু খায়ের, আব্দুল কাদের, বিল্লাল হোসেন, মো: হেলাল, মো:রুবেল, ইসলামিক ফাউন্ডেশন চান্দিনা উপজেলার এম.সি-মাও: এরশাদুল হক ভূঁইয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চান্দিনা উপজেলার শাখা সভাপতি মো: জাবের হোসেন প্রমূখ।
দিরাই উপজেলা সংবাদদাতা জানান, ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরাঈলের রাজধানী হিসেবে ঘোষণার প্রতিবাদে শুক্রবার বাদ জুমআ সুনামগঞ্জের দিরাই উপজেলা জমিয়তের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বাদ জুমআ মিছিলটি দিরাই বাজার জামে মসজিদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানাপয়েন্টে এসে এক পথসভায় মিলিত হয়। শাখার সভাপতি মাওলানা নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহিউদ্দিন ক্বাসেমীর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মুখতার হোসাইন চৌধুরী।
পথসভায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, পৌরসভা সভাপতি মাওলানা আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এমদাদুল হক আরকান, উপজেলা সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আবিদুর রহমান ও উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা শাব্বির আহমদ সরদার প্রমুখ। প্রবীণ জমিয়ত নেতা মাওলানা হুসাইন আহমদের মোনাজাতের মাধ্যমে পথসভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এদিকে উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়তের উদ্যোগে বাদ জুমআ ভাটিপাড়া বাজারে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা জাবির হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহমদ হিরার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ডাঃ কাজী আবুতালেব, হাফিজ তারেক মনোয়ার প্রমুখ।

পটিয়া উপজেলা সংবাদদাতা জানান, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে পীর সাহেব চরমোইনর নির্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুক্রবার জুমার নামাজের পর পটিয়া শান্তিরহাট চত্ত¡রে অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা জান্নাতুল ইসলাম। বক্তব্য রাখেন চট্টগ্রাম দারুল মা আরিফ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী, জিরি মাদরাসার মুহাদ্দিস আল্লামা ইসমাইল নজীব, দক্ষিণ জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা হারুন, জেলা সেক্রেটারী হুমায়ুন কবির, বামুকের জেলা সদর সভাপতি মাওলানা নুরুল আলম তালুকদার, সেক্রেটারী মাওলানা হাফেজ জাহিদুল হক, নগর জয়েন্ট সেক্রেটারী ডা. রেজাউল করিম, জেলা জয়েন্ট সেক্রেটারী মিজানুর রহমান বাদশা, জেলা অর্থ সম্পাদক মাওলানা হাফেজ আবুল কালাম, সহকারী অর্থ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, জেলা যুব আন্দোলন সভাপতি মাওলানা জসিম উদ্দীন, সহ-সভাপতি মাওলানা গিয়াস উদ্দীন আল মাহমুদ, জেলা ইসলামী আন্দোলনের দপ্তর সম্পাদক মাওলানা আরিফ আল কাসেম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন, জেলা প্রচার সম্পাদক বখতেয়ার উদ্দীন, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আবদুল আজিজ, ছাত্র আন্দোলন সভাপতি আবদুল্লাহ মেশকাত, ইসলামী আন্দোলনের বোয়ালখালী উপজেলা সেক্রেটারী মুহাম্মদ ইব্রাহিম, ইসলামী আন্দোলন নেতা মাওলানা নুরুল আলম ফারুকী, মাওলানা মামুনুর রশিদ, এরশাদুল হক, জুনাইদ মাহমুদ, মাসুম জামশেদ প্রমুখ।

 



 

Show all comments
  • Md Al Amin ১৬ ডিসেম্বর, ২০১৭, ২:২০ এএম says : 0
    মুসলিম সেনাবাহিনী গঠন করতে হবে ওআইসি দেশগুলোতে
    Total Reply(0) Reply
  • Shahin ১৬ ডিসেম্বর, ২০১৭, ২:২৭ এএম says : 0
    Israel name a kono boydo country world a nay
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেরুজালেম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ