পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আজ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের ইতিহাসের এক গভীর শোকাবহ ও বেদনামথিত দিন। বাংলাদেশের মানুষের স্বাধীনতার অদম্য স্পৃহাকে থামিয়ে দিতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাশবিক উল্লাসে পাকিস্তানী সেনাবাহিনী মেতে উঠেছিল রক্তের নেশায়। তারই প্রেক্ষিতে শুরু হয়েছিল সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ। নয় মাসের দখলদারীর অন্তিমলগ্নে যুদ্ধে পরাজয় অবশ্যম্ভাবী জেনে তারা মরণকামড় হিসেবে টার্গেট করে এ দেশের বুদ্ধিজীবীদের। বাঙালী জাতিকে মনীষা ও মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্তে প্রণীত হয় বুদ্ধিজীবী নিধনের নীলনকশা। সে অনুযায়ী ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর রাতে পাকিস্তানী সৈন্যদের দোসর আল বদর ও আল শামস বাহিনী নামে বুদ্ধিজীবী নিধন অভিযানে। সংঘটিত হয় ইতিহাসের ঘৃণ্যতম বুদ্ধিজীবী হত্যাকান্ড। এদিন তারা হত্যা করে সাহিত্যিক-সাংবাদিক-শিক্ষক-চিকিৎসকদের। তাদের পাশব জিঘাংসার শিকার হন প্রখ্যাত দার্শনিক জিসি দেব, অধ্যাপক মুনীর চৌধুরী, সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, ডা, ফজলে রাব্বী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা প্রমুখ। স্বাধীনতার স্বপ্ন আজীবন বুকে লালন করে এলেও মুক্তির প্রায় পূর্ব মুহূর্তে পশুদের হাতে নিভে যায় তাদের জীবন প্রদীপ। স্বাধীন বাংলাদেশ তারা দেখে যেতে পারলেন না। এদিকে অনিবার্য পরাজয়ের সম্মুখীন পাকিস্তানী বাহিনীর কমান্ডার লে. জেনারেল নিয়াজিসহ শীর্ষ কমান্ডাররা এদিন বিকালে ঢাকায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেলের হাতে তাদের উভয়ের সই করা একটি চিঠি তুলে দেন। বলেন, এটাই হলো ভারতের সাথে যুদ্ধ বিরতির প্রস্তাব। অর্থাৎ আত্মসমর্পণ শব্দটিকে তখনো গ্রহণ করতে রাজী ছিলেন না নিয়াজি, যদিও পরদিনই তিনি সে অবস্থান থেকে বাধ্য হয়ে সরে আসেন। ওদিকে ভারতীয় সেনাপ্রধান মানেকশ’র পক্ষ থেকে পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণের আহ্বান বারবার প্রচারিত হচ্ছিল। এ অবস্থায় পাকিস্তানী সেনাবাহিনীর মনোবল ধরে রাখা কোনক্রমেই আর সম্ভব ছিল না। ১৯৭১ সালের এদিনে সাভার, কেশবপুর, মোড়েলগঞ্জ, শাহজাদপুর, শেরপুর (বগুড়া), সিরাজগঞ্জ, উল্লাপাড়া, তাড়াইল, আক্কেলপুর, পাঁচবিবি, নবীনগর, গজারিয়া, মির্জাপুর, চাঁপাইনবাবগঞ্জ, কাউখালি, চিলমারী, দোহাজারী, সান্তাহার রেল জংশন প্রভৃতি স্থান হানাদারমুক্ত হয়।
আজ শেরপুর মুক্ত দিবস
১৯৭১ মহান মুক্তিযুদ্ধে বিজয় যখন দ্বারপ্রান্তে, সে সময়ে ১৪ ডিসেম্বর হানাদার মুক্ত হয় বগুড়ার শেরপুর। পাকহানাদার বাহিনী মুক্ত হয়ে মুক্তিযোদ্ধারা এদিন শেরপুরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তাই ১৪ ডিসেম্বর শেরপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর থেকেই শেরপুরে চলে তরুণ ছাত্র সমাজের মধ্যে দেশ স্বাধীন করার দৃঢ় প্রত্যয়। শুরু হয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি, গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নির্বাচিত হন তৎকালীন শেরপুর ডিগ্রী কলেজ ছাত্র সংসদের জি,এস ও ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগের সমন্বয়ে গড়ে ওঠে মুক্তি বাহিনী। মুক্তিবাহিনীর কমান্ডার নিযুক্ত হন ন্যাপ নেতা সিদ্দিক হোসেন বারি, শেরপুর ডি,জে হাইস্কুল চত্বরে চলে কাঠের রাইফেল দিয়ে ট্রেনিং। পরে শেরপুর থানা থেকে ১৪টি রাইফেল দেয়া হয়। মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেন থানার তৎকালীন হাবিলদার আব্দুল হালিম। তাকে সহযোগিতা করেন থানার দারোগা ওয়াযেদ মিয়া। ২৪ এপ্রিল শেরপুরে পাকবাহিনী প্রবেশ করে। তখন মুক্তিযোদ্ধারা রাস্তায় গাছ কেটে ব্যারিকেড দেয়ার চেষ্টা চালায় এবং সামান্য অস্ত্র দিয়ে প্রতিরোধের চেষ্টা করে। কিন্তু পাক বাহিনীর সাথে টিকতে না পেরে মুক্তিযোদ্ধারা পিছু হটে। এরপর মুক্তিযোদ্ধারা বিচ্ছিন্নভাবে দেশে বিদেশে ট্রেনিং নিয়ে দেশে ফেরা আরম্ভ করে।
সিরাজগঞ্জ মুক্ত দিবস
১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী সিরাজগঞ্জ শহর ছেড়ে পালিয়ে যায়। অকুতোভয় মুক্তিযোদ্ধারা সিরাজগঞ্জ শহরে বিজয়ের প্রতীক হিসাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দেয়। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে সিরাজগঞ্জে পাক হানাদার বাহিনীর মনোবল ভাংতে শুরু করে। তাদের সহযোগী তথাকথিত শান্তি কমিটির রাজাকার মুজাহিদ বাহিনী ও আল বদরদের সহযোগীরাও অল্পপরিসর এলাকার মধ্যে সীমাবদ্ধ হতে থাকে। ১৩ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে ৩ দিক থেকে ঘিরে ফেলে স্থল ও নৌপথ মুক্তিযোদ্ধারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। মুক্তিযোদ্ধাদের অগ্রবর্তী বাহিনীও রেকি করতে পাঠানো মুক্তিযোদ্ধাদের মাধ্যমে হানাদারদের পালিয়ে যাবার খবর সম্পর্কে নিশ্চিত হয়ে মুক্তিযোদ্ধারা জয় বাংলা ধ্বনি ও মুহুর্মুহু ফাঁকা গুলি ছুঁড়তে ছুঁড়তে সিরাজগঞ্জ সরকারি কলেজে ধ্বংস করে ফেলা শহীদ মিনারের পাদদেশে সমবেত হন। এ সময় মুক্তিযোদ্ধারা সেখানে দেশ গঠনের শপথ নেন। এখানে মরহুম আমীর হোসেন ভুলুকে মুক্তিবাহিনীর আঞ্চলিক অধিনায়ক ও ইসমাইল হোসেনকে প্রশাসনিক প্রধান হিসাবে ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ শহর থেকে পাক হানাদারদের পালিয়ে যাবার সাথে সাথে জেলার বেলকুচি, কামারখন্দ, রায়গঞ্জ, চৌহালী, উল্লাপাড়া, শাহজাদপুর থানা এলাকাসহ অন্যান্য এলাকাগুলিও শত্রু মুক্ত হয়।
কালিয়াকৈর মুক্ত দিবস
পাকিস্তানী শোষণ ও বঞ্চনার হাত থেকে দেশকে ও দেশের মানুষকে মুক্ত করার জন্য ১৯৭১ সালে এদেশের মুক্তি পাগল মানুষ ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা যুদ্ধে। সারাদেশের মত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অসংখ্য অসীম সাহসী যুবক ও তরুণ এ মুক্তি সংগ্রামে অংশ নেয়। কালিয়াকৈরের যেসব অকুতোভয় সূর্য সন্তানেরা নিজেদের জীবন বাজী রেখে দেশের জন্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলন, তাদের অনেকেই আজ আমাদের মাঝে নেই। কিন্তু জাতি প্রতি বছর তাদের সেই কথা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।