পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মৌলভীবাজারে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে অপর ছাত্রলীগ কর্মী।
বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৌলভীবাজার শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, সন্ধ্যার দিকে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আলী সাহবাব (২১) ও নাহিদ আহমদ মাহি (১৮) কে অপর ছাত্রলীগ কর্মীরা সরকারি স্কুল মাঠের পশ্চিম দক্ষিণ কোনে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তারা মাটিতে লুটিয়ে পরে। পরে তাদেরকে এলাকাসী উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পর কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সাহবাব শহরের পুরাতন হাসপাতাল এলাকার আবু বকর সিদ্দিকীর পুত্র ও মৌলভীবাজার সরকারী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। মাহি কনকপুর ইউনিয়নের দূর্লভপুর গ্রামের বিল্লাল মিয়ার পুত্র ও এসএসসি শিক্ষার্থী বলে জানা গেছে। নিহত উভয়েই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের সক্রিয় কর্মী বলে দলীয় সুত্রে জানাগেছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনার পর শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।