পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করতে ড. আতিউর রহমান ভয় পাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে শহীদ সার্জেন্ট জহুরুল হকের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আবদুর রব বলেন, গভর্নরকে নিয়োগ দেন প্রেসিডেন্ট। নিয়ম অনুযায়ী তার পদত্যাগপত্র গ্রহণ করবেনও তিনি। কিন্তু ড. আতিউর রহমান কেন প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এক মাস কেন তিনি এ বিষয়টি গোপন রেখেছিলেন।
তিনি বলেন, চুরির সঙ্গে এমন কিছু কর্মকর্তা জড়িত যে, আতিউর রহমানও তাদের নাম প্রকাশ করতে ভয় পাচ্ছেন। এদেরকে ধরতে পারলেই চুরির টাকা ফেরত আনা যাবে।
রব বলেন, চুরির দুই সপ্তাহ আগে থেকে কারা সিসি টিভি ক্যামেরা বন্ধ করে রেখেছিল। ব্যাংক বন্ধের দিন কারা কাজ করতে এসেছিল- তাদেরকে আগে ধরতে হবে। নিউইয়র্ক ফেডারেল ব্যাংকের নিরাপত্তা এতো কঠিন যে নির্দিষ্ট আঙ্গুলের ছাপ ছাড়া কোনো ধরনের লেনদেন হয় না। তাহলে সেখানে কার আঙ্গুলের ছাপ রয়েছে?
মাসিক উর্মির সম্পাদক শাহাদত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন শাহাজাহান সিরাজ ও নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।