Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে হবে -পরিকল্পনামন্ত্রী

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, নারীদের অংশগ্রহণ, অংশীদারিত্ব ও ক্ষমতায়ন Ñ বাংলাদেশের শহরাঞ্চলে এগুলো সত্যিই ফলপ্রসূ কাজ করেছে। জাতির উন্নতির জন্য সবাইকে নিয়ে নগর উন্নয়নের কাজ করতে হবে। আমাদের নিজের জাতির জন্য নিজেদেরই কাজ করতে হবে, দাতাদের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। গতকাল সোমবার আরবান পার্টনারশিপ ফর পভার্টি রিডাকশন (ইউপিপিআর) প্রকল্পের শেষভাগে দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অধিবেশনে তিনি এসব কাথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ইউপিপিআর উন্নয়ন প্রক্রিয়ায় পরিবর্তনের এজেন্ট হিসাবে মহিলাদের রেখেছে। নারী নেতৃত্বের উপর প্রোগ্রামের ফোকাস এর সাফল্যের সাথে জড়িত। বাংলাদেশের নারীরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হন, কারণ শুধু কারণ তারা নারী। ইউপিপিআর কমিউনিটি এবং পরিবারে নারীদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার ক্ষেত্রে সহায়তা করেছে এবং প্রকল্পের নারী সম্প্রদায়ের সদস্যদের নিজেদের দ্বারা বিকশিত করেছে। কর্মশালায় ডকুমেন্টেশন অব ইউপিপিআর লার্নিং এন্ড গুড প্র্যাকটিস থেকে প্রাপ্ত তথ্য উপাত্তসমূহ তুলে ধরা হয়।
স্বাগত ভাষণে ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধি মিস পলিন টামেসিসি তার বলেন, শহরাঞ্চলে দারিদ্র্য বিমোচন ও উন্নয়নে কোনো একটিমাত্র সুনির্দিষ্ট প্রণালী নেই। প্রতিটি বসতির তার বিশেষ বৈশিষ্ট্য আছে এবং এ জন্য আমাদের সবার জানা জরুরি ইউপিপিআর প্রকল্পে কোনো ভাল কৌশলগুলো সফল হয়েছে।
তিনি বলেন, নগর উন্নয়ন সঠিকভাবে করতে পারলে, আমরা ইতিবাচক অর্থনৈতিক সুযোগ সৃষ্টি, সামাজিক অন্তর্ভুক্তি উন্নতকরণ, স্থানীয় ইকো সিস্টেম রক্ষা এবং জনগণের সার্বিক স্থিতিস্থাপকতা নির্মাণ করতে পারবো।
কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব আব্দুল মালেক বলেন, বাংলাদেশ সরকার, ইউএনডিপি ও ইউকে এইড-এর অংশীদারিত্বের মাধ্যমে ইউপিপিআর প্রকল্পটি এদেশের শহরাঞ্চলে দারিদ্র্য এমনভাবে কমিয়ে এনেছে যা বাংলাদেশে ইতোপূর্বে দেখা যায়নি। উন্নত অবকাঠামো থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন ও কমিউনিটির নেতৃত্বাধীন উন্নয়ন পরিকল্পনায় এর ফলাফল হয়েছে তাৎপর্যপূর্ণ।
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত কর্মশালায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, মালয়েশিয়ার হাউজিং রাইটস এশিয়ান কোয়ালিশনের মহাসচিব মিসেস সমসোক বনিয়াবাঞ্চা, ভারতের ডেভেলপমেন্ট রিসার্চ গুজরাট ইনস্টিটিউটের পরিচালক আর পার্থসারথী, সেন্টার ফর আরবান স্টাডিজ (সিইউএস) চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম প্রমুখ।
আঞ্চলিক মত বিনিময় দেশব্যাপি ইউপিপিআর প্রকল্পের ছোট বড় ২৩টি শহরের কমিউনিটির লোকজন, উচ্চ পর্যায়ের জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মাধ্যমে প্রকল্পের শিখন ও ভাল অনুশীলনগুলো যাচাই করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নগরের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে হবে -পরিকল্পনামন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ