Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিকরা যে বেতন ভাতা পায় তা দিয়ে সংসার কেন নিজের চলাই কঠিন : শাহ আলমগীর

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মুরাদনগর উপজেলা সংবাদদাতা : সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, প্রশিক্ষণ ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি দেখ ভালের কাজে নিয়োজিত বাংলাদেশ প্রেস ইন্সস্টিটিউট ওরফে পিআইবি গত ২০ জানুযারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ৩ দিনব্যাপী একটি বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করে। কুমিল্লা মুরাদনগর উপজেলার হয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ করছেন এমন ২৮ জন চৌকস মিডিয়াকর্মী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। গণযোগাযোগ ও জনসম্পর্ক বিষয়ক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রোথিতযশা মিডিয়া বিজ্ঞানী ও গবেষকরা এই প্রশিক্ষণদান করেন।
গতকাল (শুক্রবার) শেষদিন এক সংক্ষিপ্ত অনূষ্ঠানের মধ্যদিয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। অনূষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুরাদনগর কুমিল্লা ৩ আসনের মাননীয় ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক মো: শাহ আলমগীর। বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান ও ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সেক্রেটারী আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যের এক পর্য়ায়ে বলেন-বর্তমানে বস্তুনিষ্টভাবে কাজ করা সাংবাদিকদের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে, সাংবাদিকদের যেই বেতন ভাতা তা দিয়ে তাদের সংসার  কেন সাংবাদিকের নিজের চলাই কঠিন। এই বিষয়ে সরকারকে ভাবতে হবে এবং এ ব্যপারে সরকারকে পরামর্শ দেয়ার জন্য পিআইবি ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব আবুল কালাম আজাদকে আহব্বান জানান।
মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান প্রশিক্ষণার্থী দলের নেতৃত্ব দেন।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিকরা যে বেতন ভাতা পায় তা দিয়ে সংসার কেন নিজের চলাই কঠিন : শাহ আলমগীর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ