পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিজেকে আবারো নির্দোষ দাবি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আমি সম্পূর্ণ নির্দোষ। এ মামলায় কোনো কিছুর সঙ্গে আমি জড়িত নই। জিয়া আরফানেজ ট্রাস্ট গঠনে কোনো সম্পৃক্ততা না থাকায় তহবিল সংগ্রহ, বণ্টন ও লেনদেনের সঙ্গেও জড়িত নই আমি।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এর আগে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন খালেদা জিয়া। এ সময় তার পক্ষে জামিন আবেদন করা হয়। এ বিষয়ে শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক।
আজ আদালতে খালেদা জিয়ার পক্ষে দুটি আবেদন করা হয়। এগুলো হলো- যুক্তিতর্ক স্থগিত করে আত্মপক্ষে বক্তব্য দেওয়ার সুযোগ এবং আত্মসমর্পণ করে জামিন।
খালেদা জিয়াকে জামিন দেওয়ার পাশাপাশি যুক্তিতর্ক শুরুর জন্য আদালতের দেওয়া আগের আদেশ বাতিল করে আত্মপক্ষ সমর্থনের অনুমতি দেন আদালত। একই সঙ্গে এ বক্তব্য আজকের মধ্যেই শেষ করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।
আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এবং দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল। দুদকের এই আইনজীবী খালেদা জিয়ার করা দুটি আবেদনের বিরোধিতা করে বক্তব্য দেন।
এর পরিপ্রেক্ষিতে জমিরউদ্দিন সরকার বলেন, গত ধার্য তারিখে হরতালে নিরাপত্তাজনিত কারণে তিনি (খালেদা জিয়া) উপস্থিত হতে পারেননি। ন্যায়বিচারের স্বার্থে আত্মপক্ষ সমর্থনে ফৌজদারি কার্যবিধি ৩৪২ ধারা অনুসারে বক্তব্যর জন্য আবেদন করছি।
অন্যদিকে মোশাররফ হোসেন কাজল বলেন, তিনি (খালেদা জিয়া) জামিনের শর্ত ভঙ্গ করেছেন, এ মুহূর্তে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, কেননা তিনি ইতোপূর্বে বহুবার জামিনের শর্ত ভঙ্গ করেছেন।
তবে দুদকের বিরোধিতার পরেও আদালত খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন। এর আগে আত্মপক্ষ সমর্থন করতে সময়মতো আদালতে হাজির না হওয়ায় গত ৩০ নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালত।
একই সঙ্গে আত্মপক্ষ সমর্থনের বক্তব্য দেওয়ার সুযোগ বাতিল করে ৫, ৬ ও ৭ ডিসেম্বর যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ করেন আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।