Inqilab Logo

শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গেইনারের শীর্ষে তুং হাই নিটিং

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড গতকাল সোমবার টপটেন গেইনারের নেতৃত্বে রয়েছে। এইদিন কোম্পানির শেয়ারটির দর বেড়েছে ১ টাকা বা ৮ দশমিক ৯৩ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি গতকাল সর্বশেষ লেনদেন হয় ১২ টাকা ২০ পয়সা দরে। এদিন কোম্পানির ৩০ লাখ ৫৯ হাজার ৩৭০টি শেয়ার ১ হাজার ৭৯ বারে লেনদেন হয়। গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস কোম্পানি। গতকাল কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৫০ টাকা ৪ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৭২৩ টাকা ৭০ পয়সা দরে। গতকাল কোম্পানির ৯ হাজার ১টি শেয়ার ২১১ বারে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ টাকা ৩ পয়সা বা ৫ দশমিক ৭২ শতাংশ। এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ প্যারামাউন্ট টেক্সটাইল, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জেনারেশন নেক্সড ফ্যাশন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, লংকাবাংলা ফিন্যান্স এবং লিগ্যাসি ফুটওয়্যার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গেইনারের শীর্ষে তুং হাই নিটিং
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ