Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একুশে পদক প্রাপ্ত শিল্পী রাহিজা খানম ঝুনু আর নেই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

খালেদা জিয়ার শোক, আজ ভালুকায় দাফন
একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু আর নেই। গতকাল রোববার সকাল সাড়ে ৭ টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস জনিত সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ই নভেম্বর রাতে তাকে ল্যাবএইডের আইসিইউতে ভর্তি করা হয়।
গতকাল বাদ জোহর রাজধানীর কায়েতটুলি জামে মসজিদে মরহুমার প্রথম, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দ্বিতীয় এবং নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় নামাজে জানাযা সম্পন্ন হয়। আজ বাদ জোহর ময়মনসিংহের ভালুকায় নামাজে জানাযা শেষে মরহুমার স্বামী আমানুল্লাহ’র কবরের পাশে দাফন করা হবে।
রাহিজা খানম ঝুনু জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) জাতীয় নির্বাহী কমিটির সহ সভাপতি, বুলবুল ললিতকলা একাডেমী- বাফা’র প্রথম ব্যাচের শিক্ষার্থী, বাফার সাবেক নৃত্যশিক্ষক, অধ্যক্ষ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী। এদিকে মরহুমার মৃত্যুতে শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন ব্যাক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দেশের প্রতিষ্ঠিত নৃত্যশিল্পীদের বেশিরভাগই এ খ্যাতিমান নৃত্যশিল্পীর হাত ধরে এসেছেন। যার মধ্যে রয়েছেন সেলিনা হক, লুবনা মরিয়ম, মৌ, তারিন, রতন, বাবু, মুনমুন প্রমুখ।
বিএনপি ও জাসাসের উদ্যোগে জানাযা: নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমার কফিন নিয়ে আসা হয়। সেখানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাসাসসহ অসংখ্য গুণগ্রাহী। পরে নামাজে জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার, আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা হাবিব উন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, এম এ মালেক, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, আব্দুস সালাম আজাদ, মনির খান, জাসাস নেতা চিত্রনায়ক হেলাল খান, মনিরুজ্জামান মনির, শায়রুল কবির খান, জাহাঙ্গীর আলম রিপন, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, ওবায়দুর রহমান চন্দন, রফিকুল ইসলাম রফিক, আহসানউল্লাহ চৌধুরী, হাসান চৌধুরী, জাকির হোসেন রোকন, রফিকুল ইসলাম স্বপন, দীন মোহাম্মদ মন্টু, চৌধুরী মাজহার আলী শিবা সানু, নাহিদ উল্লাহ চৌধুরী, আশরাফুল ইসলাম দিপু, আব্দুল আলিম খোকন, শফিকুল হাসান রতন, আহসান হাবিব, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি নেতা আব্দুল ওয়াহাব আকন্দ, বিএনপি নেতা ফখরুদ্দিন বাচ্চু সহ জাসাস ঢাকা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
মরহুমার কফিনে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নৃত্যমাতা রাহিজা খানম ঝুনুর মৃত্যুতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনের একজন নিবেদিত সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারাল। তিনি শুধু শিল্পীই নন সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম সংগঠক-বিশেষ করে নৃত্যাঙ্গনে তার সৃষ্টিকর্মের বহু শিল্পী প্রতিষ্ঠিত হয়েছেন। জাতি তাকে চিরদিন তার সৃষ্টিকর্মের জন্য আজীবন স্মরণ করবে।
বেগম খালেদা জিয়ার শোক: নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনুর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করে গতকাল এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, রাহিজা খানম ঝুনু একজন খ্যাতিমান শিল্পী হিসেবে তার মেধা ও যোগ্যতা দিয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে করেছিলেন সমৃদ্ধ। নৃত্যশিল্পী হিসেবেও তার খ্যাতি ছিল কিংবদন্তিতূল্য। নৃত্যশিল্পী হিসেবে মরহুমা যে প্রসিদ্ধিলাভ করেছেন তা দেশের সাংস্কৃতিক জগৎকে উচ্চমাত্রা দান করেছিল। তার জাতীয় পুরস্কার প্রাপ্তির মাধ্যমে নৃত্যশিল্পের জগত হয়েছিল প্রসারিত। শিল্পের অনন্য মাধ্যম হিসেবে নৃত্যশিল্পকে তিনি প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছিলেন। নৃত্যের একজন শিক্ষক হিসেবেও তার সংস্পর্শে থেকে বহু ছাত্র-ছাত্রী খ্যাতি অর্জন করেছেন। মরহুমা রাহিজা খানম ঝুনু মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী হয়ে জন্মলগ্ন থেকে আমৃত্যু জাসাসের সাথে জড়িত ছিলেন। তার পরিবারবর্গের ন্যায় আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত। তার মৃত্যুতে দেশ একজন প্রতিভাবান ও গুণী নৃত্যশিল্পীকে হারালো যার অভাব সহজে পূরণ হবার নয়। আমি মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গ, ভক্ত, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনুর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন। এছাড়াও শোক জানিয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, জাসাস সভাপতি ড. মামুন আহমেদ, সাধারণ সম্পাদক হেলাল খান প্রমুখ। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাহিজা খানম ঝুনু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ