Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিনার চৌধুরীর মামলা নিষ্পত্তির নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ৯:২০ পিএম

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার আসামি মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত রেখে চার মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রোববার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতের মিনার চৌধুরীর পক্ষে ছিলেন শরিফ উদ্দিন চাকলাদার। গত ২২ অক্টোবর তার পাসপোর্ট বিচারিক আদালতে জমা রাখার শর্তে হাইকোর্ট বেঞ্চ মিনার চৌধুরীকে ছয়মাসের জামিন দেন। জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আদেশের পর ২৫ অক্টোবর চেম্বার বিচারপতির আদালত আদেশ স্থগিত করেন।
গত বছরের ২৪ নভেম্বর হাইকোর্ট এ মামলায় মিনার চৌধুরীকে ছয়মাসের জামিন দিলে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। সে আবেদনের প্রেক্ষিতে গত ১৯ মার্চ মিনার চৌধুরীর জামিন বাতিল করে দেন আপিল বিভাগ। একইসঙ্গে ৬ মাসের মধ্যে মামলার বিচারকাজ শেষ করার নির্দেশ দেন। ২০১৪ সালে ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও পুড়িয়ে একরামকে হত্যা করে। এ ঘটনায় তার ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মিনার চৌধুরীকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ