Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাঠেই জবাব দেয়ার সংকল্প

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৩৯ পিএম, ২০ মার্চ, ২০১৬

শামীম চৌধুরী, ব্যাঙ্গালুরু থেকে : নিরাপত্তার অজুহাতে গত বছরের অক্টোবরে পূর্বনির্ধারিত টেস্ট সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া। আইসিসিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একই অজুহাতে এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।
সুপার টেন-এ অস্ট্রেলিয়াকে পেয়ে তাই মোক্ষম জবাব দেয়ার রণকৌশল ছিল হাতুরুসিংহের। ব্যাঙ্গালুরুতে ক্যাপ্টেনসির মাইলস্টোন ম্যাচকে (৫০তম) স্মরণীয় করে রাখার স্বপ্নও এ ক’দিন দেখেছেন মাশরাফি। কিন্তু হাতুরুসিংহের রণকৌশল এবং মাশরাফির স্বপ্ন সব কিছুই যে হয়ে গেল এলোমেলো। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের যে বোলিং কম্বিনেশন দিয়ে অস্ট্রেলিয়াকে প্রচ- ঝাঁকুনি দিয়ে ল-ভ- করতে চেয়েছে বাংলাদেশ দল, সেই ব্যাঙ্গালুরুতেই যে ম্যাচের আগে ল-ভ- এবং বিপর্যস্ত বাংলাদেশ শিবির ! গত পরশু চেন্নাইয়ের পরীক্ষাগারের রিপোর্টে তাসকিন, আরাফাত সানির বোলিং অবৈধ ঘোষিত হওয়ায় এই দুই বোলারকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মাশরাফি। তিন ভার্সনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ক্যাপ্টেনসির হাফ সেঞ্চুরিতে দাঁড়িয়েও রোমাঞ্চিত হওয়ার সুযোগ নেই। বরং এমন একটি ধাক্কায় ভেঙে পড়ে গতকাল সংবাদ সম্মেলনে নিজে কেঁদেছেন, কাঁদিয়েছেন সবাইকে। কঠিন হৃদয়ের মানুষ মাশরাফি যেখানে টিমমেটদের মেন্টর, ফর্ম হারানো ক্রিকেটারদের ফর্মে ফিরিয়ে আনার টনিক দেয়াটাই যার কাজ। টিমমেটদের সেই মোটিভেটর তাসকিন, আরাফাত সানিকে হারিয়ে করেছেন বিলাপÑ‘একসঙ্গে ২ বোলারকে চলে যেতে হচ্ছে, অবশ্যই আমাদের দলের জন্য এটা বড় এক ধাক্কা। এ ঘটনায় আমরা সবাই ভেঙে পড়েছি। টিমের অবস্থা স্বাভাবিকভাবেই আপনাদের বুঝতে পারার কথা। ঘরের দুইজন ছেলের যদি সমস্যা হয়, আপনি যে কোনো কাজই ভালোভাবে করতে পারবেন না। সেই উদ্যমটা আর পাবেন না। আমাদের কাছে জিনিসটা এখন ওই রকম। আমাদের মানসিক অবস্থা এখন ওরকম নেই। সবাই দেখলেই বুঝতে পারবেন।’
খারাপ সময়ে ঘুরে দাঁড়ানোর অতীত আছে বাংলাদেশ দলের। ২০০৯ সালে একযোগে জাতীয় দলের ৭ ক্রিকেটার ভারতের বিদ্রোহী ক্রিকেট লীগ আইসিএল-এ যোগ দিয়ে বিপদে ফেলতে পারেনি। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়ে যখনই অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সাবেকরা তুলেছেন প্রশ্ন, তাদেরকে সমুচিত জবাব দিয়েছে বাংলাদেশ দল মাঠে। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলকে খেলতে না দিতে আইসিসি’র ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বেঁধে দেয়া সময়সীমার মধ্যে র‌্যাংকিংয়ে ৭-এ উঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার অধিকার প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ দল। সে কারণেই আইসিসি’র আর একটি ধাক্কা সামাল দিয়ে পারফরম্যান্স দিয়ে মাঠে প্রতিবাদ জানাতে সংকল্পবদ্ধ মাশরাফিÑ ‘সবচেয়ে ভালো হয় মাঠে প্রতিবাদটা জানাতে পারলে। কখনো বাড়তি কথা বলতে পছন্দ করি না, তবে আমরা অবশ্যই চাই সামনের ম্যাচটায় আমাদের ভালো ক্রিকেট খেলা হোক। আমি সবার দিকেই তাকিয়ে আছি। দলের সবার ছোট ছোট কন্টিবিউশন বিশেষ করে টি- টোয়েন্টি ম্যাচে জেতা যায়। আমি প্রত্যেকটা খেলোয়াড়ের দিকে তাকিয়ে আছি। আমাদের মন একজায়গা, আমাদের করতে হবে অন্য কিছু! সানির বিষয়টা আমরা গ্রহণ করেছি। কিন্তু মনে তাসকিনের বিষয়টা চেপে রেখে কাজ করা খুবই কঠিন কাজ। আমরা অবশ্যই মাঠে নামবো জয়ের জন্য। সেটা যেই খেলুক না কেন। আমাদের প্রথম কাজই হবে জয়ের জন্য মাঠে নামা। আমাদের সঙ্গে এখন কি হচ্ছে এগুলো বাদ দিয়ে আমাদের প্রত্যেকটা বল বাই বলের দিকে মনোযোগ দিতে হবে। আমার বিশ্বাস ছেলেরা খেলতে নামবে দেশের জন্যেই।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার আগে দলের মনোবল ফিরিয়ে আনাটাই মাশরাফির জন্য বড় চ্যালেঞ্জ। অনন্যপায় হয়ে ইনজুরি থেকে ফেরা মুস্তাফিজুরকে ফিরিয়ে আনতে হচ্ছে তাই- ‘মুস্তাফিজ এখন ফিট। ও যদি এখন ২০ পার্সেন্টও ফিট থাকতো, তাহলেও তাকে খেলাতে হতো।’
সুপার টেনে পাকিস্তানের কাছে ইডেনে হেরে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। সেখানে নিউজিল্যান্ডের কাছে ধর্মশালায় হেরে বাংলাদেশের মুখোমুখি অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপে সর্বাধিক ৫বার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আইসিসির টেস্ট চ্যাম্পিয়শিপের রাজদ-ও পেয়েছে। কিন্তু টি-২০ বিশ্বকাপে ট্রফির দেখাই যে পায়নি অজিরা। সে কারণেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে স্মিথের দল। সেমির লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচটি দু’দলের জন্য মাস্ট উইন ম্যাচও বটে। এদিকে তাসকিন-সানির বিদায়ের পরও ক্রিকেট বিশ্বে নুতন বাংলাদেশ দলের অভ্যুদয়কে সমীহ করছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথÑ ‘এখনও তাদের দলে কয়েকজন ভালো বোলার আছে। তারা এখন অনেক উন্নতি করছে। কোচ চন্ডিকা হাথুরুসিংহে দারুণ এক কোচ। তার সঙ্গে নিউ সাউথ ওয়েলসে কাজ করার সুযোগ হয়েছিল আমার। সে আমাকে অনেক কিছু শিখিয়েছে। তারা অনেক উন্নতি করেছে গত কয়েক বছরে। তারা আগামীকাল (আজ) রাতে আমাদের জন্য বড় চ্যালেঞ্জই হবে।’
গত বছরে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে নুতন বলের দায়িত্বটা মাশরাফি অর্পণ করেছে তাসকিনের ওপর, ডেথ ওভারের বোলিংয়ের দায়িত্বটাও তাসকিনের। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে প্রতিপক্ষের পিলে চমকে দেয়া বোলিংয়ে অনন্য হয়ে ওঠা তাসকিনের ওপর অবিচারটা মানতে পারছেন না মাশরাফি। আইসিসি’র কাছে কামনা তার একটাই, নায়বিচার। সংবাদ সম্মেলনে আইসিসি’র কাছে ন্যায়বিচার চেয়েছেন মাশরাফিÑ‘ আমরা বিশ্বাস করি তাসকিনের বোলিং অ্যাকশন ঠিক আছে। আমরা আমাদের বলাটা বিসিবিকে বলতে পারি, বিসিবি যেভাবেই হোক আইসিসির সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করবে। আইসিসি সবসময় তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করে। তাসকিন ন্যায্য বিচার পাবে, এ মুহূর্তে আইসিসি’র কাছ থেকে এটাই আশা করছি।’ নিজে কেঁদে, অন্যদের কাঁদিয়ে ক্রিকেটবিশ্বকে তো নাড়া দিয়ে গেলেন মাশরাফি।



 

Show all comments
  • Md Foysal ২১ মার্চ, ২০১৬, ১১:৫৯ এএম says : 0
    In sha allah bangladesh today win
    Total Reply(0) Reply
  • Kamal Ahmed ২১ মার্চ, ২০১৬, ১১:৫৯ এএম says : 0
    সাবাস টাইগাররা
    Total Reply(0) Reply
  • মাসুম ২১ মার্চ, ২০১৬, ১২:০০ পিএম says : 0
    সব কিছু জবাব আজকে খেলার মাধ্যমে দিতে হবে।
    Total Reply(0) Reply
  • Momtaz ২১ মার্চ, ২০১৬, ১:১৮ পিএম says : 0
    বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ শেষ করে বাংলাদেশী খেলোয়াড়েরা ব্র্যাকে পিরে গিয়ে ভারতে বিপক্ষে নতুন দল গোসনা করা, যে দলে থাকবে নতুন খেলোয়াড় যারা কখনও ক্রিকেট খেলেনী খেলা জানেওনা ,ভারত বাংলাদেশের জাতীয় দলকে ভয় পায় বলে এই সব করছে, এই কাজটি করে ভারত কে জিতিয়ে দিন , এর চেয়ে বড় শিক্ষা আর কিছুই হতে পারেনা .বাংলাদেশের জাতীয় দলের কোন খেলোয়াড় ভারতে বিপক্ষে খেলবেনা.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাঠেই জবাব দেয়ার সংকল্প
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ