Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরও এক লাখ টন চাল কিনবে সরকার

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মজুত বাড়াতে আরও এক লাখ টন নন বাসমতি সিদ্ধ চাল কিনবে সরকার। জাতীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আন্তর্জাতিক উৎস হতে এ চাল কেনা হবে। এ চাল আমদানিতে সরকারের মোট ব্যয় হবে ১২৭ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার টাকা।
গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান অনুমোদিত ক্রয় প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি জানান, অনুমোদিত এক লাখ টন চাল সরবরাহের কাজ পেয়েছে ৬টি কোম্পানি। কোম্পানিগুলো হলো-মেসার্স মাহবুব অ্যান্ড ব্রাদার্স, মেসার্স আইনুল হক, পূবালী ট্রেডার্স, মেসার্স সুমন ফ্লাওয়ার মিলস, শেলী ট্রেডার্স এবং বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশন।
চলতি বছর বন্যার কারণে প্রায় ২০ লাখ টন চাল উদৎপাদন কম হওয়ায় খাদ্য ঘাটতি দেখা দেয়। পরে খাদ্য ঘাটতি মেটাতে সরকারিভাবে ১৫ লাখ টন চাল এবং পাঁচ লাখ টন গম আমদানি করার সিদ্ধান্ত নেয় খাদ্য মন্ত্রণালয়। পর্যায়েক্রমে জাতীয় এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এসব খাদ্যপণ্য আমদানি করছে সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাল

১১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ