পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো : কন্টেইনার বোঝাই শেষ করে সরাসরি ভারতের বন্দরের উদ্দেশে প্রথম জাহাজটি আজ (সোমবার) চট্টগ্রাম বন্দর ত্যাগ করতে পারে। বাংলাদেশ-ভারত পণ্য পরিবহন চুক্তির আওতায় ‘এমভি হারবার-১’ নামক কন্টেইনার ফিডার জাহাজটি পূর্ব ভারতের অন্ধ্রপ্রদেশের কৃঞ্চাপাটনাম বন্দরে রওনা হওয়ার কথা ছিল গত ১৭ মার্চ। এর আগে ১৫ মার্চ নৌপরিবহন মন্ত্রী, সচিবসহ শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে জমকালোভাবে উদ্বোধন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। কিন্তু খালি কন্টেইনার না পাওয়ায় দুই দফায় আরো ৪ দিন সময় বাড়িয়ে অবশেষে আজ চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। ‘এমভি হারবার-১’ জাহাজটি কন্টেইনার বোঝাই করার জন্য গতকাল (রোববার) সকালে চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে।
জাহাজের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিপা পরিবহন সূত্র জানায়, বর্তমানে ১৫০টিরও বেশি খালি কন্টেইনার ভারতের বন্দরের উদ্দেশে সরাসরি পরিবহনের জন্য অর্ডার পাওয়া গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।