Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই পুঁজিবাজারে দরপতন

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোটার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেন কমলেও সামান্য বড়েছে সিএসইতে। উভয় পুঁজি বাজারে মোট লেনদেন হয়েছে প্রায় ৩৬৯ কোটি ২৪ লাখ টাকা। গত বুধবার উভয় পুঁজি বাজারে লেনদেন হয়েছিল ৩৯৭ কোটি ৫১ লাখ টাকা।
গতকাল রোববার উভয় পুঁজি বাজারে লেনদেন কমেছে ২৭ কোটি টাকার কিছুটা বেশি। যার মধ্যে ডিএসইতে কমেছে ২৯ কোটি ৫ লাখ টাকা। অন্যদিকে সিএসইতে লেনদেন বেড়েছে ১ কোটি ৮০ লাখ টাকা। ডিএসই ও সিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৪০ কোটি ৬৯ লাখ টাকার। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৭০ কোটি ৭৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেনে কমেছে ২৯ কোটি ৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩০ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৭৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৮ পয়েন্টে এবং ৪ দশমিক ৬৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১৭৭টির এবং কোনো পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-কেয়া কসমেটিকস, সিএমসি কামাল, এফসি অ্যাগ্রো, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, লংকা-বাংলা ফিন্যান্স, আমান ফিড, ওরিয়ন ফার্মা, এমারেল্ড অয়েল, সামিট পাওয়ার এবং ফুওয়াং সিরামিকস।
অন্যদিকে, সিএসই’তে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৮ কোটি ৫৫ লাখ টাকার। গত বুধবার লেনদেন হয়েছিল ২৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ১ কোটি ৮০ লাখ টাকার বেশি।
রোববার সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৩৭ দশমিক ১০ পয়েন্ট কমে ৮ হাজার ২৮৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫৮ দশমিক ৮৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৬৪২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ পয়েন্ট কমে ৯৯১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৮ দশমিক ৭৩ পয়েন্ট কমে ১২ হাজার ৩০৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১৪৭টির এবং কোনো পরিবর্তন হয়নি ২৫টি কোম্পানির শেয়ার দর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই পুঁজিবাজারে দরপতন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ