Inqilab Logo

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উদ্যোগে “সাফল্যের জন্য অংশীদ্বারিত্ব” শীর্ষক সেমিনার

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স¤প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দ্য ওয়েস্টিন ঢাকায় “সাফল্যের জন্য অংশীদ্বারিত্ব” শীর্ষক একটি সেমিনার আয়োজন করেছে। এই অনুষ্ঠানে তৈরি পোশাক শিল্পে ব্যাংকের শীর্ষ ক্লায়েন্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল একটি ইন্টারঅ্যাকটিভ সেশন করা যেখানে ক্লায়েন্টদের সামনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ট্রেড এবং ক্যাশ ম্যানেজমেন্ট-এর ক্ষেত্রে তাদের সা¤প্রতিক সক্ষমতাসমূহ তুলে ধরতে পারে। এই অনুষ্ঠানে ব্যাংকের অনলাইন চ্যানেল ক্যাপাবিলিটিজ-ও প্রদর্শিত হয়, যার মাধ্যমে ক্লায়েন্টদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের দক্ষতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। উক্ত অনুষ্ঠানে একটি আলোচনার আয়োজনও করা হয় যেখানে বর্তমান ক্লায়েন্টরা কিভাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিভিন্ন সেবা থেকে উপকৃত হয়েছেন সেই অভিজ্ঞতা তারা তুলে ধরেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও আবরার এ. আনোয়ার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ-এর ট্র্যানজেকশন ব্যাংকিং প্রধান অপূর্ব জেইন এবং কমার্শিয়াল ব্যাংকিং এর প্রধান মোহাম্মাদ এনামুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জনাব আবরার এ. আনোয়ার তৈরি পোশাক শিল্পে সফল ব্যবসায়ীদের নিষ্ঠা এবং এই শিল্পকে আরও বিকশিত করার তীব্র আকাক্সক্ষার জন্য তাদের ধন্যবাদ জানান। স্ট্যান্ডার্ড চার্টার্ড তার ক্লায়েন্টদের উন্নতির পথে অংশীদার হতে বদ্ধপরিকর।-বিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উদ্যোগে “সাফল্যের জন্য অংশীদ্বারিত্ব” শীর্ষক সেমিনার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ