Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমাপনীর প্রথম দিনে অনুপস্থিত ১ লাখ ৪৫ হাজার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ছিল ১ লাখ ৪৫ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী। যারা মোট শিক্ষার্থীর ১৭ শতাংশ। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে অনুপস্থিত ছিল ১ লাখ ৬ হাজার ৪৭১ জন যা মোট শিক্ষার্থীর ৩ দশমিক ৭৯ শতাংশ। আর ইবতেদায়ীতে অনুপস্থিত ছিল ৩৮ হাজার ৯১২ জন যা মোট শিক্ষার্থীর ১৩ দশমিক ২১ শতাংশ। তবে দুই সমাপনীতে কোন শিক্ষার্থী ও পরিদর্শক বহিষ্কার হয়নি। গতকাল (রোববার) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) এএইচএম গোলাম কিবরিয়া স্বাক্ষরিত পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল উভয় সমাপনীতে ইংরেজি পত্রের পরীক্ষা ছিল। এবার প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে মোট ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন ক্ষুদে পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
পরীক্ষার প্রথম দিনে রাজধানীর মতিঝিলের আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে প্রশ্নফাঁসের অভিযোগ উড়িয়ে দিয়ে সাংবাদিকদের প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, প্রশ্নফাঁসের কথা সেফ গুজব। এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত কোনো মন্দ খবর শোনা যায়নি। সারা দেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রী বলেন, এবার মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলার সুযোগ নেই। পরীক্ষার কেন্দ্র থেকে প্রশ্ন বাইরে চলে যাওয়ার একটা মাধ্যম হলো মুঠোফোন। কিন্তু এবার কোনো শিক্ষক মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন না। কেউ যদি ভুল করেও নিয়ে আসেন, সেটা প্রধান শিক্ষকের কক্ষে রেখে যেতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশের ভেতরের সাত হাজার ২৬৭টি এবং দেশের বাইরের ১২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।



 

Show all comments
  • Habibur Rahaman ২০ নভেম্বর, ২০১৭, ২:২০ এএম says : 0
    কতো মনুষিক চাপ আর টেনশনে রেখে এই অদ্ভুত পরিক্ষা নেওয়া হয়,ভবিসৎ এ এই পরিক্ষা হবে ভোটার বিহীন ভোট কেন্দ্র এর মতো।
    Total Reply(0) Reply
  • Ehsan Ul Bari ২০ নভেম্বর, ২০১৭, ২:২১ এএম says : 0
    Totally unnecessary exam for people like us. But very good earning source for ........ planner
    Total Reply(0) Reply
  • নিজাম ২০ নভেম্বর, ২০১৭, ২:২১ এএম says : 0
    এটা খুবই উদ্বেগের বিষয়
    Total Reply(0) Reply
  • Milton Das ২০ নভেম্বর, ২০১৭, ২:৪৮ এএম says : 0
    বাকী সবাইকে আশিবাদ করি সবাই ভালভাবে পরীক্ষা দাও।
    Total Reply(0) Reply
  • জাহিদ ২০ নভেম্বর, ২০১৭, ৩:৫১ এএম says : 0
    এবার যেন কোন পরীক্ষারই প্রশ্নপত্র ফাঁস না হয় সেদিকে সকলকে নজর দিতে হবে।
    Total Reply(0) Reply
  • ইব্রাহিম ২০ নভেম্বর, ২০১৭, ৩:৫২ এএম says : 0
    প্রশ্নপত্র ফাঁস বন্ধ না করা গেলে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ