Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৈরি পোশাক কারখানাগুলোর ৮৫ শতাংশ ত্রুটিমুক্ত : অ্যালায়েন্স

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৭, ৮:০৩ পিএম

অ্যালায়েন্সের তত্ত্বাবধানে থাকা তৈরি পোশাক কারখানাগুলোর ৮৫ শতাংশ ত্রুটিমুক্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক জেমস এফ মরিয়ার্টি। সংস্থাটির চতুর্থ বার্ষিক প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত ২৩৪টি প্রতিষ্ঠান শতভাগ ত্রুটিমুক্ত হয়েছে। আগামী বছর অ্যালায়েন্সের মেয়াদ শেষ হওয়ার পরও কারখানার কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে যোগ্য প্রতিষ্ঠানকে দেখভালের দায়িত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি। ২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসের পর দেশের তৈরি পোশাক খাতকে নিরাপদ রাখতে কাজ শুরু করা উত্তর আমেরিকার ক্রেতাদের সংস্থা ‘অ্যালায়েন্স’। ৭৮৫ কারখানার মানোন্নয়নে কাজ করা সংস্থাটির প্রধান নির্বাহী সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি কাজের গতিতে সন্তুষ্টি প্রকাশ করে জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ১৪ লাখ শ্রমিক এবং ২৭ হাজার নিরাপত্তা প্রহরী অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ নিয়েছেন। অ্যালায়েন্স চলে যাওয়ার পরও নিরাপদ কর্ম পরিবেশ বজায় রাখতে যোগ্য প্রতিষ্ঠানকে দেখভালের দায়িত্ব দেয়ার আহ্বান তার। অ্যালায়েন্সের তত্ত্বাবধায়নে থাকা কারখানাগুলোর আগামী বছরের মাঝামাঝি নিরাপদ কর্ম-পরিবেশ নিশ্চিত করার কাজ শেষ হওয়ার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তৈরি পোশাক কারখানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ