Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সখিপুরে চারটি দোকানঘর পুড়ে ২৫ লাখ টাকার ক্ষতি

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা ঃ সখিপুরে ওষুধ ও কাপড়সহ চারটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে সম্প্রতি এ ঘটনা ঘটে। খবর পেয়ে সখিপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন- মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, জুলহাসউদ্দিন ও মো. আসাদুল্লাহ।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, আগুনে আমাদের ওই চারটি দোকানঘর, ডেকোরেশন, নগদ টাকা ও মালামালসহ কমপক্ষে পঁচিশ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সখিপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান সরোওয়ার্দী জানান, কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিক বর্ণনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতির তথ্য পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সখিপুরে চারটি দোকানঘর পুড়ে ২৫ লাখ টাকার ক্ষতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ