পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁয় আরই আর এমপি-২ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন অর্থায়নে বাস্তবায়িত ১ম পর্যায়ে নিয়োজিত নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের ১২টি ইউনিয়নে মোট ১২০ জন নারী প্রত্যেককে ৩৭ হাজার টাকার চেক প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক এমপি। সম্প্রতি উপজেলা মিলনায়তনে এসব চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে, উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ কে এম বাদশা মিয়া, জেলা আ.লীগের সাবেক দপ্তর সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জালাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি নারী কর্মীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।