পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রতিবাদে স্বেচ্ছাসেবক, ছাত্র ও যুবদলের বিক্ষোভ মিছিল
রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণের জন্য কক্সবাজার যাওয়া ও ত্রাণ বিতরণ শেষে ঢাকায় ফেরার পথে দ্বিতীয় বারের মত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে গতকাল ঢাকা সহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল, ছাত্র ও যুবদল। গতকাল (বুধবার) পৃথকভাবে এসব সংগঠন কর্মসূচী পালন করে।
স্বেচ্ছাসেবক দল: বেগম খালেদা জিয়ার গাড়িবহরে সরকারী দলের সন্ত্রাসীদের পেট্রোল বোমা হামলার প্রতিবাদে গতকাল দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিজয়নগর নাইটিঙ্গেল মোড়ে অনুষ্ঠিত হয়। এতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা সাদরেজ জামান, এসএম জিলানি, রফিক হাওলাদার, নজরুল ইসলাম, সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, এসএম সায়েম, মনিরুজ্জামান মনির, নাসির আহমেদ মোল্লা, নাসির মাহমুদ, সজল, বিল্লাল হোসেন, মুকুলসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
যুবদল: বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে গতকাল ঢাকা সহ সারাদেশে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী যুবদল। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ রাজধানীতে বেশ কয়েকটি মিছিল বের করে। এসবের মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা থানার যৌথ উদ্যোগে তেজগাঁওয়ে, উত্তরা পূর্ব থানা, মিরপুর থানা, পল্লবী ও রুপনগর, বাড্ডা থানা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিক্ষোভ মিছিল বের করে। এতে দুই মহানগরের নেতৃবৃন্দ ও থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ময়মনসিংহ উত্তর, টাঙ্গাইল, বরিশাল মহানগর, সিলেট, হবিগঞ্জ, কুড়িগ্রাম, বরগুনা, রাজশাহী মহানগর ও জেলা, ময়মনসিংহ দক্ষিণ, মৌলভীবাজার, লালমনিরহাট, নারায়ণগঞ্জ মহানগর, চট্টগ্রাম মহানগর, সুনামগঞ্জ, জয়পুরহাট, চট্টগ্রাম দক্ষিণ, ঝালকাঠি, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর মহানগর এবং হবিগঞ্জ জেলা সহ কয়েকটি জেলায় যুবদলের বিক্ষোভ মিছিল হয়।
নয়া পল্টনে মিছিলে আটক ৫: খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে অন্যান্যের মধ্যে বিএনপির সহ দফতর সম্পাদক মো: মুনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আক্তারুজ্জামান বাচ্চু, রফিক হাওলাদার, ছাত্রদলের এসএম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে পুলিশ বাধা দেয় এবং শ্রমিক দলের মোস্তাফিজুল করিম মজুমদার, ছাত্রদলের মিজানুর রহমান, অয়ন, এল আর ফরহাদ ও দেলোয়ার হোসেনকে আটক করে বলে নেতাকর্মীরা অভিযোগ করেন। এদিকে শ্রমিক দলের নেতা মোস্তাফিজুল করিমকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা: এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল শাহবাগ এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করলে ছাত্রলীগ হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছে। তারা হলেন ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সহ নাসির উদ্দিন নাসির, সার্জেন্ট জহরুল হক হল ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইবরাহিম খলিল ও শহীদুল্লাহ হক হলের যুগ্ম আহবায়ক মাহবুব রহমান।
কেরাণীগঞ্জে বিক্ষোভ: বেগম জিয়ার গাড়িবহরে আওয়ামী সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলার প্রতিবাদে গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নির্দেশে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে কেরাণীগঞ্জের জিনজিরা জনি টাওয়ার থেকে শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় কেরাণীগঞ্জ উপজেলা (দক্ষিণ), ও ঢাকা-৩ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মুসলিম লীগের নিন্দা: এদিকে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান। এক বিবৃতিতে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা কাপুরুষোচিত আচরণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।