Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার চেষ্টা : দুটি বাসে আগুন

ফারুক হোসাইন, খালেদা জিয়ার গাড়িবহর থেকে | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

হামলার পেছনে আওয়ামী লীগ অভিযোগ বিএনপি
নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। চার দিনের শান্তিপূর্ণ সফর শেষে ঢাকা ফেরার পথে ফেনিতে তার গাড়িবহরে আবার হামলার চেষ্টা হয়েছে ।
গত শনিবার চট্টগ্রাম যাওয়ার পথে ফেনির মহিপালে বিএনপি চেয়ারপার্সনের গাড়িবহরে হামলা হয়েছিল। এতে ৫ সাংবাদিকসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার) বিকেল চারটা ৪০ মিনিটের দিকে গাড়িবহর ফেনির মহিপাল অতিক্রম করছিল। খালেদা জিয়াকে বহনকারী গাড়ির পেছনে তার নিরাপত্তারক্ষীদের গাড়িগুলো যখন মহিপাল ফিলিং স্টেশন পার হচ্ছিল ঠিক তখনই রাস্তার উল্টোপাশে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরমুহুর্তে ফিলিং স্টেশনের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা দুইটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুড়ে দুর্বৃত্তরা। মুহুর্তেই গাড়ি দুটিতে আগুন ধরে যায়। ওই সময় বাস দুটিতে কেউ ছিল না বলে জানা গেছে। এ সময় পাশেই ছিল পুলিশের অবস্থান। ঘটনার পর রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ হামলাকারীদের ধাওয়া দেয়।
এতে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বহরের কোন গাড়ির ক্ষতি হয়নি। এদিকে বহরে বিএনপি চেয়ারপারসনের গাড়ির পেছনেই ছিল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর গাড়ি। হামলার ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা আলমগীর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, খালেদা জিয়া কক্সবাজার যাওয়ার পথে যারা গাড়িবহরে হামলা চালিয়েছিল তারাই আজকে আবার হামলার চেষ্টা চালিয়েছে। তিনি হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। আবদুল আউয়াল মিন্টু বলেন, খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে ফেনিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ রাস্তার দুইপাশে দাঁড়িয়েছিল। তার মধ্যেই আজ ফের হামলার চেষ্টা করা হয়েছে। গাড়ি পোড়ানো আওয়ামী লীগের পুরোনো সংস্কৃতি।
এর আগে, দুপুর ২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা. শাহাদাত হোসেন দলীয় চেয়ারপারসনকে বিদায় জানান। তার গাড়িবহর ফেনী নদী পার হলে সেখানে আগে থেকেই অবস্থান নেয়া বিএনপি নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেলের স্কোয়াড দিয়ে ফেনি-কুমিল্লা সীমান্তের মোহাম্মদ আলী বাজার পর্যন্ত এগিয়ে দেয়। শনিবার হামলার ঘটনার কারণে মহিপাল থেকে মোহাম্মদআলী বাজার পর্যন্ত কিছুদূর পরপর অবস্থান নিয়ে ছিল বিএনপির নেতাকর্মীরা। তবে ফেনীর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই চারদিনের এ সফর সম্পন্ন করেছেন খালেদা জিয়া।
ভবিষ্যতে ভালো ফল নিশ্চয়ই পাবেন
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে সোমবার বিকালে সার্কিট হাউসে কক্সবাজার জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। পরে সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশে কক্সবাজার ছাড়েন তিনি। খালেদা জিয়া সার্কিট হাউস ছেড়ে যাবার সময় স্থানীয় কর্মী সমর্থকরা খালেদা জিয়ার কাছে প্রশ্ন রেখে জানতে চান- ‘আপনি কেমন আছেন?’ জবাবে তিনি বলেন, আমি ভালো আছি। পাল্টা প্রশ্ন করেন- আপনারা কেমন আছেন? এ সময় খালেদা জিয়া স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা অনেক কষ্ট করছেন, অনেক ভালো করেছেন। আমরা সবাই মিলে মিশে থাকব। সবাই মিলে কাজ করব। এখানে জেলা বিএনপির সভাপতি শাহ জাহান চৌধুরী, লুৎফর রহমান কাজল ও হাসিনা আহমেদ আছেন। আপনারা তাদের সহযোগিতা করবেন। আপনারা যে ভালো কাজ করছেন ভবিষ্যতে নিশ্চয়ই এর ভালো ফল পাবেন। এদিকে খালেদা জিয়ার গাড়ি বহর চট্টগ্রাম ফেরার পথে লোহাগাড়া স্টেশনে রাস্তা পাশে দাঁঁড়িয়ে নেত্রীকে বিদায় জানায় লোহাগাড়া বিএনপি, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মাস্টার শাহেদুল আনোয়ার চৌধুরী, এম এ রহিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ চৌধুরী টিটু, সাব্বির আহমেদ, যুবদল সাধারণ সম্পাদক এমএ শুকুর, উপজেলা ছাত্রদল সভাপতি ফৌজুল কবির ফজলুসহ বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে খালেদা জিয়া চট্টগ্রাম সার্কিট হাউসে এসে পৌঁছালে তাকে নেতাকর্মীরা স্বাগত জানান। পরে রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছে সেখানে রাতযাপন করেন খালেদা জিয়া।
ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করুন
ঢাকা ফেরা আগে গতকাল সকালে সার্কিট হাউসে চট্টগ্রাম মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। দলীয় সূত্র জানায়, বৈঠকে নেতারা চট্টগ্রাম বিএনপির সার্বিক পরিস্থিতি সম্পর্কে চেয়ারপারসনকে অবহিত করেন। এ সময় চেয়ারপারসন সবাইকে দ্বিধা-দ্ব›দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার তাগিদ দেন। তিনি নেতাদের কিছু নির্দেশনাও দেন। এছাড়া ব্যাপক উপস্থিতির মাধ্যমে সফরকে সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।
ত্রাণ বিতরণ শেষে গুলশান বাসভবনে খালেদা জিয়া
ফারুক হোসাইন : কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে তিনি গুলশান বাস ভবনে পৌঁছান। ঢাকার উদ্দেশ্য দুপুর ২টা ১০ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে রওয়ানা হয় খালেদা জিয়ার গাড়িবহর। তবে বিকেল ৪টা ৪০ মিনিটে ফেনীর মহিপালে গাড়িবহর পৌঁছালে নতুন করে আবার সন্ত্রাসীরা হামলা করার চেষ্টা করে।
বেগম জিয়ার গাড়িবহর মহিপাল ফিলিং স্টেশনে পৌঁছালে এসময় বিপরীত দিক থেকে অজ্ঞাত পরিচয় ২০/২৫ জন যুবক পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং গুলি ছোড়ে। এসময় দুটি বাসে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে গত শনিবার (২৮ অক্টোবর) সকালে গুলশান কার্যালয় থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন খালেদা। সেদিন বিকেলে ফেনী সার্কিট হাউসে যাত্রাবিরতি করেন। এরমধ্যে ওই ফেনীতেই গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।



 

Show all comments
  • রফিকুল ইসলাম ১ নভেম্বর, ২০১৭, ২:১২ এএম says : 0
    এই ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নাই।
    Total Reply(0) Reply
  • Rafi Ariyan ১ নভেম্বর, ২০১৭, ১:১৮ পিএম says : 0
    তাদের উদ্দেশ্য হলো, খালেদা জিয়া এভাবে বের হয়ে যেন দেশে জনতার জোয়ার সৃষ্টি করতে না পারে।
    Total Reply(0) Reply
  • Elias Mamun ১ নভেম্বর, ২০১৭, ১:১৮ পিএম says : 0
    গাড়ীতে কারা পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করে এটাই প্রমাণিত হলো।
    Total Reply(0) Reply
  • Ruhul Sahdat ১ নভেম্বর, ২০১৭, ১:২০ পিএম says : 0
    আমরা কি আজও স্বাধীন দেশ পেয়েছি?? আমরা কি সভ‍্য জগতে প্রবেশ করতে পেরেছি???
    Total Reply(0) Reply
  • হেদায়েত ঊল্লাহ ১ নভেম্বর, ২০১৭, ১:২২ পিএম says : 0
    বিএনপি এর উচিত এই সব নির্বাচন নামক বাটপারিতে পা না দিয়ে এখনিই রাস্তায় নামা । এই ......রা সামান্য ত্রাণ দিতে যাওয়াই মানতে রাজি নন । আবার নির্বাচনে যাওয়া মানবে ??
    Total Reply(0) Reply
  • নাজিম ১ নভেম্বর, ২০১৭, ১:২৫ পিএম says : 0
    হামলা মামলা যত বেশি হবে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা তার চেয়ে বেশি হবে ইনশাআল্লাহ্।
    Total Reply(0) Reply
  • Md Tarequl Islam ১ নভেম্বর, ২০১৭, ১:২৮ পিএম says : 0
    এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
    Total Reply(0) Reply
  • MD Arif ১ নভেম্বর, ২০১৭, ১:২৯ পিএম says : 0
    এর ফলাফল একদিন হবেই সময় আর বেশি দিন নাই
    Total Reply(0) Reply
  • Firoz Ahmed Zibon ১ নভেম্বর, ২০১৭, ১:৩০ পিএম says : 0
    দেশ ও জাতির কাছে ওদের হিসাব দিতেই হবে একদিন।
    Total Reply(0) Reply
  • কাঞ্চন ১ নভেম্বর, ২০১৭, ১:৩১ পিএম says : 0
    ওরা রক্তের হলিখেলায় মেতে ওঠেছে,,,,ওদেরকে এখনই থামাতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ