Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানকে সতর্ক করল বাংলাদেশ

ফেইসবুকে ‘ইতিহাস বিকৃতি’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

‘শেখ মুজিবুর রহমান নন, জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক’ এমন একটি ভিডিও প্রচারের ঘটনায় ঢাকায় কর্মরত পাকিস্তানের হাই কমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশ বলেছে, পকিস্তানের এ ধরনের প্রবণতা দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্থ করবে। পাকিস্তানের হাই কমিশনার রফিউজ্জামান সিদ্দিকী দুঃখ প্রকাশ করে বলেছেন ‘এটা অনিচ্ছাকৃত’।
সামাজিক যোগাযোগের মাধ্যমে আসা ওই ভিডিওকে কেন্দ্রে করে ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার রফিউজ্জামান সিদ্দিকীকে মঙ্গলবার বিকালে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি (রফিউজ্জামান) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এলেও আধা ঘণ্টা তাকে অ্যাম্বাসেডরস লাউঞ্জে বসিয়ে রাখা হয়। পরে পররাষ্ট্র সচিব (বাইলেটারাল ও কনস্যুলার) কামরুল আহসান তার সঙ্গে ৫০ মিনিট বৈঠক করেন এবং বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রতিবাদলিপি ধরিয়ে দেন।
স¤প্রতি পাকিস্তানে অ্যাফেয়ার্স নামে একটি ফেইসবুক পেইজ থেকে পৌনে চৌদ্দ মিনিটের একটি ভিডিও পোস্টে বলা হয়, ‘শেখ মুজিবুর রহমান নন, জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। আর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন আহমেদ এ ব্যাপারে তখনকার মেজর জিয়াকে সমর্থন দেন।’ ঢাকায় পাকিস্তান হাইকমিশন গত বৃহস্পতিবার তাদের ফেইসবুক পেইজে ওই ভিডিও শেয়ার করলে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে খবর আসে। পরে এ নিয়ে আলোচনা শুরু হলে হাই কমিশনের ফেইসবুক পেইজ থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা প্রশ্ন করলে পাকিস্তানের হাই কমিশনার রফিউজ্জামান কোনো মন্তব্য করেননি। পরে সচিব কামরুল আহসান বলেন, বাংলাদেশ ইতিহাস বিকৃতির ওই চেষ্টার প্রতিবাদ জানিয়েছে এবং পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে। হাই কমিশনারকে বলা হয়েছে, এ রকম চললে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্থ হবে। অপপ্রচার করে ইতিহাসকে ভিন্ন পথে নেওয়া যাবে না। তিনি জানান, পাকিস্তানের হাই কমিশনার দুঃখ প্রকাশ করে বলেছেন, এ ঘটনা ‘অনিচ্ছাকৃত’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ