পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে তিনি গুলশান বাস ভবনে পৌঁছান। ঢাকার উদ্দেশ্য দুপুর ২টা ১০ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে রওয়ানা হয় খালেদা জিয়ার গাড়িবহর। তবে বিকেল ৪টা ৪০ মিনিটে ফেনীর মহিপালে গাড়িবহর পৌঁছালে নতুন করে আবার সন্ত্রাসীরা হামলা করার চেষ্টা করে।
বেগম জিয়ার গাড়িবহর মহিপাল ফিলিং স্টেশনে পৌঁছালে এসময় বিপরীত দিক থেকে অজ্ঞাত পরিচয় ২০/২৫ জন যুবক পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং গুলি ছোড়ে। এসময় দুটি বাসে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে গত শনিবার (২৮ অক্টোবর) সকালে গুলশান কার্যালয় থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন খালেদা। সেদিন বিকেলে ফেনী সার্কিট হাউসে যাত্রাবিরতি করেন। এরমধ্যে ওই ফেনীতেই গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।