পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম সার্কিট হাউস থেকে সড়ক পথে ঢাকার পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বেলা ২টা বিশ মিনিটে তিনি নেতাকর্মীদের তুমুল করতালি ও শ্লোগানের মধ্যে সার্কিট হাউস থেকে বের হয়ে গাড়ি উঠেন। নেতাকর্মীদের প্রচণ্ড ভিড় ঠেলে তার গাড়ি সার্কিট হাউসের লবি থেকে মূল সড়কে আসতে বিশ মিনিট সময় লাগে। এসময় সার্কিট হাউস, আউটার স্টেডিয়াম থেকে শুরু করে কাজির দেউড়ির মোড়ে হাজার হাজার মানুষের ঢল নামে। বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা রয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে সার্কিট হাউস এলাকায় হাজার হাজার নেতাকর্মী সমবেত হয়েছেন সকাল থেকে। সোমবার রাতে তিনি কক্সবাজার থেকে চট্টগ্রাম সার্কিট হাউসে আসেন। শনিবার ঢাকার গুলশানের বাসা থেকে তিনি সড়ক পথে চট্টগ্রাম আসেন। পরদিন তিনি কক্সবাজারে যান। গতকাল সোমবার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণ করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।