Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে বিএনপি নেতাদের সাথে বৈঠকে খালেদা জিয়া

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৭, ১:২৭ পিএম | আপডেট : ৪:০৫ পিএম, ৩১ অক্টোবর, ২০১৭

চট্টগ্রাম সার্কিট হাউসে দলীয় নেতাদের সাথে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এবং চট্টগ্রামের নেতারা যোগ দিয়েছেন। চট্টগ্রাম অঞ্চলে দলের সাংগঠনিক অবস্থা এবং আগামী নির্বাচন ও নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে সার্কিট হাউসের দ্বিতীয় তলায় দলের চেয়ারপার্সনের সাথে বৈঠকে বসেন নেতারা। তার আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বেগম খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান। বিকেলে সড়ক পথে বেগম খালেদা জিয়ার ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে সার্কিট হাউস এলাকায় হাজার হাজার নেতাকর্মী সমবেত হয়েছেন সকাল থেকে। সোমবার রাতে তিনি কক্সবাজার থেকে চট্টগ্রাম সার্কিট হাউসে আসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ