পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত আসামি মৌলভি আব্দুল মজিদকে পলাতক দেখিয়ে প্রতিবেদন দেয়ায় কক্সবাজারের মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল হককে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তাকে আগামী ২৬ নভেম্বর সশরীরে ট্রাইব্যুনালে এসে ব্যাখ্যা দিতে হবে। একইসঙ্গে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে কক্সবাজারের পুলিশ সুপার ও মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। গতকাল সোমবার এ আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
মৃত আব্দুল মজিদ সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ মিয়াসহ কক্সবাজারের মহেশখালীর ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার আসামি ছিলেন। মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল গতকাল। তবে প্রসিকিউটর রানা দাশগুপ্ত তার গত ১৩ জুলাই দাখিল করা আবেদনের বিষয়ে আদেশ দেয়া জরুরি প্রয়োজন উল্লেখ করে জানান, এ মামলার আসামি আব্দুল মজিদ গত বছরের ২২ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা গেলেও গত ১৭ ফেব্রুয়ারি তাকে পলাতক দেখিয়ে প্রতিবেদন দিয়েছেন এসআই জহিরুল হক। এ কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন জানান। তিনি বলেন, ‘আসামি মারা যাওয়ার দুই মাস পরও বিষয়টি না জেনে পলাতক ও তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে প্রতিবেদন দেন ওই পুলিশ সদস্য। এতে তার গাফিলতিই প্রকাশ পেয়েছে। এ ধরনের প্রতিবেদন বিচারিক কাজে বিভ্রান্তির সৃষ্টি করে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে আবেদন জানালে ট্রাইব্যুনাল ওই পুলিশ সদস্যকে তলব করে এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার ও থানার ওসিকে লিখিত ব্যাখ্যা চেয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।