Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেগম খালেদা জিয়া এখন কক্সবাজারে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৭, ৭:৫৮ পিএম

পথে পথে ব্যাপক সংবর্ধনা-অভ্যর্থনা, নেতা-কর্মীদের শ্রদ্ধা-ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কক্সবাজার পৌঁছেছেন। রাত ৮টায় বিশাল গাড়ি বহর নিয়ে ২০ দলীয় জোট নেত্রী কক্সবাজারে পৌঁছান। কক্সবাজারে তিনি হিলটপ সার্কিট হাউজে রাতযাপন করবেন। সোমবার সকালে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি জানাতে ও ত্রাণ বিতরণ করতে তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন।
দুপুরে খালেদা জিয়া কক্সবাজারের সীমানায় ঢুকেছেন। চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত রাস্তার দু’পাশে দাড়িয়ে হাজার হাজার নেতা-কর্মী তাকে স্বাগত জানান। রাস্তার দুই পাশে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড প্রদর্শন করে তাকে সংবর্ধনা জানায় দলীয় নেতাকর্মীরা
তবে এই ভিড় ছাপিয়ে কিছু কিছু এলাকায় পথচারীদের দুর্ভোগও সৃষ্টি হয়েছে। অগণিত মানুষের ভিড়ে যান চলাচল সীমিত হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন অনেকে। সড়কে বন্ধ হয়ে যায় স্বাভাবিক যান চলাচল।
রবিবার দুপুর সোয়া বারোটার দিকে কক্সবাজারের উদ্দেশে চট্টগ্রামের সার্কিট হাউস ছাড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে শনিবার ঢাকা ছাড়েন তিনি।
পাঁচ বছর পর কক্সবাজারে বিএনপি প্রধানের এ সফরকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সোমবার তিনি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন। এ সময় তিনি প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে ত্রাণ দিবেন।
সোমবার সকাল ১১টায় উখিয়ায় বালুখালি পানবাজার রোহিঙ্গা ক্যাম্প, বালুখালি-২, হাকিমপাড়া ও শফি উল্লাহকাটা ঢালা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন খালেদা জিয়া। ওই দিন বিকেলে কক্সবাজার হয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে তার রাত্রি যাপন করার কথা রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ