পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মিয়ানমারে দমন-পীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উখিয়ায় যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত সোমবার রাতে দলের স্থায়ী কমিটির এক বৈঠকে চেয়ারপারসনের উখিয়া পরিদর্শন বিষয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গতকাল (মঙ্গলবার) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে পরিদর্শনের সুনির্দিষ্ট দিনক্ষণের বিষয়ে কিছু না বললেও আগামী সপ্তাহেই বিএনপি প্রধান উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন বলে জানানো হয়। রিজভী বলেন, শরণার্থী রোহিঙ্গা জনগণের অমানবিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিএনপি চেয়ারপারসন আগামী সপ্তাহে উখিয়া যাবেন বলে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করে তাদের নিজ দেশে সসম্মানে ফেরত পাঠাতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির ওপর জোর দেওয়া হয়। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সব দেশ যেন মিয়ানমারের ওপর চাপ তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় সেজন্য সরকারকে সম্ভাব্য সব ধরনের উদ্যোগে নেওয়ার আহŸান জানানোর সিদ্ধান্ত হয়। চিকিৎসার জন্য প্রায় তিন মাস যুক্তরাজ্যে অবস্থান করে গত ১৮ অক্টোবর দেশে ফেরার পর গুলশানের কার্যালয়ে স্থায়ী কমিটির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এটি প্রথম বৈঠক। চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টর জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জে (অব:) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে চালের মূল্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে সরকারের ভ্রান্ত নীতিকে এই মূল্য বৃদ্ধির জন্য দায়ী করে অবিলম্বে মূল্যহ্রাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সমবেদনা এবং প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। পাশাপাশি সারা দেশে ‘মিথ্যা অভিযোগের মামলায়’ গ্রেপ্তারি পরোয়ানা জারি ও গুম-খুন বৃদ্ধির ঘটনায় নিন্দা জানানো হয়। অবিলম্বে বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সকল সিনিয়র নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ ও কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং কারাবন্দীদের মুক্তি প্রদানের দাবী জানানো হয়। সভায় সম্প্রতি ২০ দলীয় জোটের শরীক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান এবং বিএনপি নেতা শাহাদাত এর গুম হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং অবিলম্বে তাদের খুঁজে বের করে পরিবারের নিকট হস্তান্তরের দাবী জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।