পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক ঃ সুদের হার অপরিবর্তিত রেখেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। ফলে গত ডিসেম্বরে নির্ধারিত ০.২৫ শতাংশ থেকে ০.৫ শতাংশের মধ্যেই সুদের হার বিদ্যমান থাকছে।
সুদের হার না বাড়ানোর বিষয়ে ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে বলা হয়েছে, ধীর ধীরে শ্রমবাজার শক্তিশালী হচ্ছে। তবে মূল্যস্ফীতি ২ শতাংশে উন্নীত হওয়ার পাশাপাশি অর্থনীতিতে আরও কিছু অগ্রগতি আশা করছি।
২০১৬ সালে ৪ দফা সুদের হার বাড়ানো হবে বলে গত ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু এখন বলা হচ্ছে, চলতি বছর দুই দফা সুদের হার বাড়ানো হবে।
ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেনেট ইলিন সংবাদ সম্মেলনে বলেন, সুদের হার বাড়ানোর বিষয়ে কিছুটা সর্তকতা অবলম্বন করা হচ্ছে। শ্রমবাজার শক্তিশালী হওয়ার ফলে বহির্বিশ্ব থেকে অর্থনৈতিক যেসব ঝুঁকি রয়েছে সেগুলো নিরূপণের জন্যই মূলত সুদের হার বাড়ানো হয়নি।
গত বুধবার ফেডারেল ওপেন মার্কেট কমিটির বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে। কিন্তু বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে তার কিছুটা প্রভাব পড়ছে। কমিটির বিবৃতিতে আরও বলা হয়েছে, গৃহস্থলির কর্মকাÐে ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং আবাসন খাতেও কিছুটা উন্নতি হয়েছে। উপরন্তু ফিক্সড ইনভেস্টমেন্ট এবং নিট রফতানি ব্যবসাও খারাপ না।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সুদের হার নির্ধারণের কাজটি করে থাকে ফেডারেল ওপেন মার্কেট কমিটি।
এদিকে সুদের হার না বাড়ানোয় এ নিয়ে বিশ্লেষকদের মধ্যে নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। তারা মনে করছেন, অর্থনীতির পরিস্থিতি যতটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছিল তা না হওয়ায় সুদের হার বাড়ায়নি ফেডারেল রিজার্ভ। অর্থনৈতিক উন্নতির জন্য আরও সময় লাগবে। সূত্র : ওয়েবসাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।