Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ফের আর্থিক কেলেঙ্কারিতে তোশিবা

প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক ঃ আর্থিক কেলেঙ্কারি যেন পিছু ছাড়ছে না জাপানভিত্তিক তোশিবা করপোরেশনের। গত বছর প্রতিষ্ঠানটির কয়েক বিলিয়ন ডলার আর্থিক কেলেঙ্কারির বিষয়টি প্রথম প্রকাশিত হয়। ওই সময় এ ব্যাপারে স্বচ্ছতা বাড়ানোর প্রতিশ্রæতি দেয়া হয়েছিল। কিন্তু ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন আর্থিক কেলেঙ্কারির জন্ম দিয়েছে এ প্রতিষ্ঠান। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির নতুন আর্থিক কেলেঙ্কারির বিষয়টি প্রকাশ করা হয়।
নতুন কওে ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটির ৭টি হিসাবে নতুন করে বড় অংকের গড়মিলের অভিযোগ পাওয়া গেছে। ত্রæটি অনুযায়ী তোশিবা তাদের আগের লাভ হিসাব করেছে ৫৮০ কোটি ইয়েন। কিন্তু ইতিপূর্বে এ লাভের পরিমাণ ২২ হাজার ৪৮০ কোটি ইয়েন ঘোষণা করেছিল সংশ্লিষ্টরা।
তবে, তোশিবার পক্ষ থেকে বলা হয়, হিসাব ত্রæটিগুলো দুই প্রান্তিক ধরে ডিসেম্বর পর্যন্ত আর্থিক হিসাবে লোকসানের মধ্যে যোগ করা হচ্ছিল। কিন্তু প্রাতিষ্ঠানিক নীতি ভেঙে হিসাব গড়মিলের বিষয়গুলো সামনে আনা হয়নি। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, সঠিকভাবে হিসাব প্রকাশের ক্ষেত্রে প্রতিষ্ঠানের সচেতনতার অভাব রয়েছে।
প্রতিষ্ঠানটিতে আর্থিক বিষয়ে নতুন করে গড়মিল পাওয়ায় এরই মধ্যে ৪০ কর্মীকে শাস্তি দেয়া হয়েছে। এর আগেও ২৬ কর্মীকে শাস্তি দেয়া হয়েছিল। অভিযুক্ত কর্মীদের ঠিক কি ধরনের শাস্তি দেয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এমন সমস্যা কাটিয়ে উঠতে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং ব্যবসায় সংস্কৃতি জোরদার করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
২০০৯ সালেও ‘বুক-কিপিং’ কেলেঙ্কারির কারণে লাভের পরিমাণে গড়মিল ধরা পড়েছিল এ প্রতিষ্ঠানের। ক্ষতি পুষিয়ে নিতে সে সময় ১০ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা। সেই সঙ্গে ল্যাপটপ এবং হোম অ্যাপ্লায়েন্স সংশ্লিষ্ট লোকসানি ব্যবসা ইউনিট বিক্রির সিন্ধান্ত নেয়া হয়েছিল।
এমন ঘটনার প্রেক্ষিতে বৈশ্বিকভাবে অভ্যন্তরীণ যেকোনো ধরনের আর্থিক কেলেঙ্কারি ঠেকাতে বর্তমানে একজন স্থায়ী পরিদর্শক নিয়োগের পরিকল্পনার করছে তোশিবা। সূত্র ঃ রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফের আর্থিক কেলেঙ্কারিতে তোশিবা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ