পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আজ ২০ অক্টোবর শুক্রবার রাত ১২টা হতে ২২ অক্টোবর রবিবার রাত ১২টা পর্যন্ত জরুরি সংস্কারকাজে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে।
গতকাল বৃহস্পতিবার বিকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময় ঢাকা বাইপাস দিয়ে চলাচলকারী যানবাহনসমূহকে ভুলতা-পাঁচদোনা-ঘোড়াশাল-কালীগঞ্জ-মীরের বাজার রুট দিয়ে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া হালকা যানবাহনসমূহ কাঞ্চন সেতুর পশ্চিম সংযোগসড়ক হয়ে রূপগঞ্জ ফেরিঘাট-ভুলতা রুট ব্যবহার করতে পারবে।
কাঞ্চন সেতু দিয়ে চলাচলকারীদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।