Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল প্রশাসনিক ট্রাইব্যুনালের পেশকার সাময়িকভাবে বরখাস্ত

স্বরাষ্ট্র সচিব আইজিপিসহ ১০ জনকে সমন

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

মামলার আদেশ বিচারক দিলেও বরিশাল প্রশাসনিক ট্রাইবুনালে আদালতের নির্দেশ ছাড়াই বিবাদী স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিপিসহ ১০ জনকে সমন আদেশ দিয়েছেন পেশকার সাইফুল ইসলাম। পেসকার নিজে স্বাক্ষর করে স্বরাষ্ট্র সচিব ও আইজিপিসহ অপর ৮জন বরাবরে সমন নোটিশ প্রেরন করেছেন। পুরো ঘটনাটি ঘটেছে প্রশাসনিক ট্রাইবুনালের দায়িত্বপ্রাপ্ত বিচারকের অগোচরে। এ ঘটনা জানাজানি হবার পর পেস্কার সাইফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
একাধীক সুত্রে জানা গেছে, পুলিশ কনস্টেবল মো. জসিমউদ্দিন সাময়িক বরখাস্ত হলে তিনি পুলিশের স্বরাষ্ট্র সচিব ও আইজিপিসহ ১০ জনকে বিবাদী করে অ্যাডভোকেট আজাদ রহমানের মাধ্যমে গত ১৫ অক্টোবর প্রশাসনিক ট্রাইবুনালে মামলা দায়ের করেন। প্রশাসনিক ট্রাইবুনাল বিচারক না থাকায় ওই দিন ট্রাইবুনালে বিচারকের দায়িত্ব পালন করেন প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদিপ্ত দাস। তিনি কনস্ট্রেবল জসিমের দায়ের করা মামলা গ্রহণযোগ্যতা শুনানীর জন্য ১ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। কিন্তু ট্রাইবুনালের পেস্কার সাইফুল ইসলাম ওই আদেশের তোয়াক্কা না করে নিজ উদ্যোগে ডাকযোগে বিবাদীদের সমন নোটিশ পাঠান।
এ ঘটনা জানাজানি হলে বরিশালের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন বিষয়টি তদন্তের জন্য ১৫ অক্টোবর ট্রাইবুনালে বিচারকের দায়িত্বপালনকারী প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদিপ্ত দাসকে নির্দেশ দেন। সুদিপ্ত দাস মামলার নথি পর্যালোচনা করে দেখতে পান তিনি জসিম উদ্দিনের দায়ের করা মামলায় বিবাদীদের সমন দেননি। মামলাটি প্রাথমিক শুনানীর জন্য ১ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন। পেশকার সাইফুল ইসলাম অসৎ উদ্দেশ্যে কিম্বা অনৈতিক সুবিধা গ্রহণ করে ওই কাজটি করেছেন। এ অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত এবং ৫ কার্যদিবসের মধ্যে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। অভিযুক্ত সাইফুল ইসলাম এ প্রসঙ্গে জানান, তিনি ভুলবশত বিবাদীদের সমন নোটিশ দিয়েছেন। এজন্য তিনি আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাচ্চু বলেন, আদালতের কর্মচারীরা প্রায়ই এ ধরনের অনৈতিক কাজ করে থাকেন। আর তার খেসারত দিতে হয় বিচারপ্রার্থীদের।



 

Show all comments
  • kazi Nurul Islam ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ৮:২৪ পিএম says : 0
    He is not a baby, no excuse punished as per rule
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ