Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালো আছেন দোয়া চেয়েছেন

দেশে ফিরছেন খালেদা জিয়া : আদালতে যেতে পারেন আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

গ্রেফতারি পরোয়ারা মাথায় নিয়ে তিন মাস পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল (বুধবার) বিকেল সোয়া ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল (রহ:) বিমানবন্দরে অবতরণ করেন। এসময় বিমানবন্দরের ভেতরে বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতাদের পুলিশ বিমানবন্দরের ভেতরে প্রবেশের অনুমতি না দেওয়ায় তারা বিমানবন্দর মসজিদের সামনে অপেক্ষা করেন। বিএনপি চেয়ারপারসন ৫টা ৩৭ মিনিটে বিমানবন্দর থেকে গাড়িতে ওঠে মসজিদের সামনে এলে মসজিদের কাছে সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গাড়িতে থাকা খালেদাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের সিনিয়র নেতারা। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী। সিনিয়র নেতাদের মধ্যে আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল মান্নান, মীর নাসির, খন্দকার মাহবুব হোসেন, বরকত উল্লাহ বুলু, এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, গিয়াস কাদের চৌধুরী, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, রুহুল আলম চৌধুরী, আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, আবদুস সালাম, লুৎফর রহমান খান আজাদ, রুহুল কবির রিজভী, মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, নজরুল ইসলাম মঞ্জু, বিলকিস জাহান শিরিন, সানাউল্লাহ মিয়া, হাবিবুল ইসলাম হাবিব, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মাসুদ আহমেদ তালুকদার, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, অঙ্গসংগঠনের আফরোজা আব্বাস, হেলেন জেরিন খান, সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, রাজীব আহসান, আকরামুল হাসান, আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল, হেলাল খান, শায়রুল কবির খান, শাহরিয়ার ইসলাম প্রমুখ। সেখান থেকে বিএনপি নেত্রীর গাড়ী বিমানবন্দর মূল সড়কের সামনে আগে থেকেই অপেক্ষমান বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড়ে পড়েন। লাখো নেতাকর্মী বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। খালেদা জিয়াও তাদের হাত নেড়ে জবাব দেন। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো সড়ক জুড়েই নেতাকর্মীরা উপস্থিত হয়ে খালেদা জিয়ার জন্য অপেক্ষায় ছিলেন। খালেদা জিয়ার ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল পুলিশ। বিমান বন্দরের ভেতরে আর্মড পুলিশের অতিরিক্ত সদস্য ছিল, বাইরেও মোতায়েন ছিল পুলিশ সদস্য। বিমানবন্দরে সামনে দুটি জলকামান, প্রিজন ভ্যানও ছিল। বিমানবন্দর থেকে খিলক্ষেত পর্যন্ত সড়কের বাতিগুলো বন্ধ থাকায় নেতা-কর্মীরা তাদের মোবাইল ফোনের বাতি জ্বালিয়ে তাদের নেত্রীর গাড়িবহরকে পথ নির্দেশনা দেন। খালেদা জিয়া পুরোটা পথ গাড়ির ভেতর থেকে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন। নেতা-কর্মীদের ভিড় ডিঙিয়ে গুলশানের বাসায় ফিরতে আড়াই ঘণ্টা লেগে যায় বিএনপি চেয়ারপারসনের। খালেদা জিয়া বিমানবন্দরে নামার পর গাড়িতে করে সরাসরি গুলশানে তার বাড়ির পথে রওনা হন। তার সঙ্গে ছিলেন তার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও গৃহকর্মী ফাতেমা আখতার। রাত সাড়ে ৮টায় গুলশানের বাসা ‘ফিরোজা’য় যখন খালেদা জিয়া পৌঁছান, তখন সেখানে ছিলেন তার ছোট ভাই শামীম এস্কান্দরের স্ত্রী কানিজ ফাতেমা, তার উপদেষ্টা পরিষদের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ, আবদুল কাইয়ুম, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা জেবা খান। বাসায় ফিরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন তিনি ভালো আছেন, সুস্থ আছেন। একইসঙ্গে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান রাত সাড়ে ৮টায় জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানিয়েছেন তিনি সুস্থ আছেন। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। গত ১৫ জুলাই চোখ ও হাটুর চিকাৎসার জন্য লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাড়িতে পরিবারের অন্যদের সঙ্গে তিন মাসের কিছু বেশি সময় অবস্থান করেন। এরই মধ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লা ও ঢাকার দুটি আদালতে তিনটি পৃথক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারী করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমরা আশা করছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাল (বৃহস্পতিবার) আদালতে যাবেন। এদিকে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাধা দিয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আমাদের নেত্রী দেশে ফিরবেন বলে দলের নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে এসেছে। অথচ দেখেন, পুলিশ কতভাবে তাদেরকে বাধা দিচ্ছে। পুলিশ সড়কে গণপরিবহনও বন্ধ করে দিয়েছে, যাতে আমাদের কর্মী-সমর্থকরা না আসতে পারে। অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, পুলিশের বাধার পরও ব্যাপক মানুষের উপস্থিতি প্রমাণ করে জনগণ দেশনেত্রীর আগমনে শুভেচ্ছা জানাতে প্রস্তুত।
মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আজকে বিমানবন্দরের বাইরে লাখ লাখ মানুষ তাদের প্রিয় নেত্রীকে তাদের প্রাণের অন্তঃস্থল থেকে সংবর্ধনা জানিয়েছে। এই সংবর্ধনা নজিরবিহীন। এই সংবর্ধনায় প্রমাণিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের সবচাইতে জনপ্রিয় নেতা।



 

Show all comments
  • ইকবাল ১৯ অক্টোবর, ২০১৭, ২:০৮ এএম says : 0
    তার জন্য আমিসহ এদেশে গণতন্ত্রকামী সকল মানুষ দোয়া করি।
    Total Reply(0) Reply
  • Aminul Islam Bulbul ১৯ অক্টোবর, ২০১৭, ১২:৩১ পিএম says : 0
    Madam ka allah sustho rakuk
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ