খান জাহানের সমাধির এক শিলালিপি থেকে জানা যায় যে, তিনি ১৪৫৯ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তাঁর এ সমাধি বাগেরহাট শহরের নিকটবর্তী ঠাকুর দিঘির উত্তর পাড়ে একটি প্রাচীরের অভ্যন্তরে অবস্থিত। চার কোণার বৃত্তাকার বুরুজগুলি বাদে এই ইমারতের বহির্ভাগ ৪২’-১০” বর্গাকার। এটির অভ্যন্তর...
বাগেরহাটের ষাট গুম্বজ মসজিদ বাংলাদেশের সর্ববৃহৎ প্রাচীন মসজিদ। সাধারণভাবে ষাট গুম্বজ মসজিদ নামে পরিচিত হলেও এর উপর ৭৭টি গুম্বুজ এবং চার কোণার বুরুজগুলির উপর আরও ৪টি গুম্বজ রয়েছে। ১৪৫৯ খ্রিস্টাব্দে খান জাহানের মৃত্যুর পূর্বে সম্ভবত ১৪৪০ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মিত হয়।...