চিনির বাজার নিয়ন্ত্রণে রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনকে(বিএফআইসি) নিতে হবে। নিজস্ব চিনি কলে উৎপাদনের পাশাপাশি আমদানির দায়িত্ব থাকতে হবে এই প্রতিষ্ঠানের। রাষ্ট্রায়ত্ব এই বৃহৎ ও কৃষিভিত্তিক শিল্পটি প্রতিবছরই লোকসান দিয়ে যাচ্ছে। প্রতিকেজি চিনি ডিলারদের মধ্যে(লুজ) ৬০ টাকা আর...
একজন সাবেক বাণিজ্য সচিব বলেছেন, ‘চিনি উৎপাদনের জন্য সরকারি চিনি কল রাখার কোন মানে নেই। এসব চিনিকলে স্পিরিট ও অন্যান্য পণ্য উৎপাদনের ব্যবস্থা করা উচিত’। তিনি তার মতো করেই বলেছেন, রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান রেখে লাভ কী? বলা বাহুল্য, নিত্য প্রয়োজনীয় ভোগ্য...