আলেম-ওলামারা আর কতকাল নির্যাতিত হবে। এ নির্যাতনের শেষ আছে, আবার পরিণামে সাজা প্রাপ্তিও রয়েছে। গত বৃহস্পতিবার, রাতে চরমোনাই পীর সাহেবজাদা রেজাউল করিম সিরাজগঞ্জে এক ইসলামি জালশায় একথা বলেন। শহরের খান সাহেবের পৌর ঈদগাও মাঠে আয়োজিত ইসলামি জালশায় তিনি আরও বলেন,...
‘সিরাজগঞ্জ পাসপোর্ট অফিস দুর্নীতির আখড়ায় পরিণত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর বদলে যায় দৃশ্যপট। গত ৯ আগস্ট দৈনিক ইনকিলাবে এটি গুরুত্ব সহকারে প্রকাশিত হয়। উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ দ্রুত সময়ের মধ্যে ৪ দালালকে গ্রেফতার করেছে। দালালের মূল হোতা নাপিত-সাংবাদিকসহ অন্যরা...