Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি
ফাল্গুনে গুটি , চৈত্রে কাটাকুটি, বৈশাখে আঁটি , জ্যৈষ্ঠে দুধের বাটি ’ ফলের রাজা আমের বায়োগ্রাফী ( জীবন বৃত্তান্ত ) যেন এই কটি কাব্য অধ্যায়ের মধ্যেই চমৎকারভাবে ফুটে উঠেছে । আর ওই চিরায়ত সত্যের সাক্ষ্য হিসেবেই বগুড়ায় গাছে গাছে এবার বাঁধতে শুরু করেছে আমের গুটি। বগুড়ায় এবার মাঘের মাঝামাঝি থেকেই গাছে গাছে লক্ষ্য করা যায় মুকুলের সমারোহ। শীতে এবার তেমন শৈত্যপ্রবাহ বা ঘন কুয়াশা না থাকায় মুকুলের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এখন পর্যন্ত বগুড়ায় যেমন ঝড় বাদলের প্রকোপ ছিলনা, তেমনি কয়েক পশলার বৃষ্টি বরং আম, কাঁঠাল, জামের মত ফলাদির জন্য উপকারই বয়ে এনেছে। বগুড়ার কৃষি বিভাগীয় কর্মকর্তাদের আশাবাদ , সামনে শিলাবৃষ্টি ও মাত্রাছাড়া ঝড় বাদল না হলে এবার আমের ফলন ভালোই হবে । - মহসিন রাজু ।