Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি
যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবার খেলতে নেমেছে বাংলাদেশ। বিদেশ বিভুঁইয়ে নিজ দেশের খেলা দেখতে এরই মধ্যে ম্যাচ ভেন্যু ফ্লোরিডা রূপ নিয়েছে ছোট্ট এক টুকরো বাংলাদেশে। তার আগে বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে প্রবাসীদের সংগঠন ‘একতারা ফ্লোরিডা’। নৈশভোজ শেষে অনুষ্ঠানে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহদের হাতে ক্রিস্ট তুলে দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজ সফরের অংশ হিসেবে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ ফ্লোরিডায় খেলবে বাংলাদেশ। গত বৃহস্পতিবার সেখানে পৌঁছে দুই সেশন অনুশীলনও করে টাইগাররা। আজকের ম্যাচের পর এই ভেন্যুতেই আগামীকাল ভোরে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল -বিসিবি